শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে রিক্সা চোর চক্রের ২ সদস্য আটক, ১৮টি চোরাই রিক্সা উদ্ধার

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] নগরীর রিক্সা চোরচক্রের দুইজন সদস্যকে চোরাই রিক্সাসহ গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

[৩] সোমবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে একটি রিক্সা গ্যারেজ হইতে ১৮টি চোরাই রিক্সাসহ অন্যান্য রিক্সার সরঞ্জামাদি সহ রিক্সা চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতার করে।

[৪] পুলিশ জানায়, জয়নাল আবেদীন (৫৫) পিতা মৃত সেরু মিয়া ঢালুয়া বাজার নাঙ্গলকোট কুমিল্লা, বর্তমানে পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে বাসা নং১৭৮ রবীন্দ্র মালির রেলওয়ে কোয়াটার থানা আকবর শাহ চট্টগ্রাম এবং আবুল হোসেন (৫০) পিতা মৃত এছাক মিয়া, খালেক মাস্টারের বাড়ি বাতিসা বাজার চৌদ্দগ্রাম কুমিল্লা, বর্তমানে জয়নালের রিক্সা গ্যারেজ সৃজনী মাঠ থানা খুলশী চট্টগ্রাম।

[৫] সিএমপি খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকা হতে রিকশা চুরি করে রং কিংবা কিছুটা পরিবর্তন করে অন্য মালিকের নিকট সস্তায় বিক্রি করে। ১নং আসামী জয়নাল আবেদীনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। তারা টার্গেটকৃত রিক্সায় ভাড়ায় উঠে কিছুদুর যাওয়ার সুযোগ বুঝে রিকশাওয়ালাকে ১০০ টাকা দিয়ে বলে তার জন্য এক প্যাকেট সিগারেট অথবা অন্যান্য কোনো জিনিস এনে দিতে বলে এবং সেই রিকশায় বসে থাকে। রিক্সাওয়ালা সরল বিশ্বাসে তা আনতে গেলে এই সুযোগে যাত্রীবেশী চোর রিক্সাটি নিয়ে চম্পট দেয়।

[৬] দীর্ঘদিন যাবৎ তারা এই প্রক্রিয়ায় কাজটি করে আসছে। এই গ্রুপের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান, প্রনব চৌধুরী। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়