শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

রংপুর প্রতিনিধি :[২] জেলার মিঠাপুকুরে আলেয়া পারভিন (৫০) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

[৩] মৃত আলেয়া উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের পুলিশের সাবেক এসআই আব্দুল মজিদের স্ত্রী।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য অবসর নেয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী আলেয়া পারভিনকে বাসায় রেখে তারাবির নামাজ পড়তে বের হন। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে স্ত্রীর গায়ে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে যান মজিদ। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান।

[৫] খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।

[৬] নিহতের স্বামীর পরিবারের দাবি, আলেয়া পারভিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বিভিন্ন সময় মানসিক ডাক্তার দেখানো হয়েছে। হঠাৎ করে নিজের গায়ে আগুন দেয়া নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।

[৭] আলেয়া বেগমের ভাই পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে তাদের পরিবারেরও কোনো অভিযোগ নেই।

[৮] মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে ওই নারী নিজেই গায়ে আগুন দিয়েছেন। প্রতিবেশীরাও বলেছেন আলেয়া পারভিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে পরিবারের কারো কোনো অভিযোগও নেই। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়