শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুনে মেয়াদ শেষ, করোনার কারণে আইসিসির চেয়ারম্যান পদে থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর

এল আর বাদল : [২] করোনার জন্য কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এখানে বিশ্বব্যাপী মানুষের সর্বনাশ হলেও পৌষমাস ভারতীয় ক্রকেট বোর্ডের সভাপতি এবং বর্তমানে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের। করোনার জন্য গোটা বিশ্বে তৈরি হয়েছে অচলাবস্থা। কোভিড ১৯ মহামারীতে আইসিসির বোর্ড সভা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাই আপাতত আইসিসি চেয়ারম্যান পদে বহাল থাকবেন শশাঙ্ক মনোহর।

[৩] চলতি বছরের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরে চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিলো শশাঙ্ক মনোহরের। পরবর্তী চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা বেশি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কোলিন গ্রেভসের। করোনার জন্য গোটা বিশ্বে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হওয়ার ফলে আইসিসি চেয়ারম্যান পদের রদবদল হচ্ছে না। এক বোর্ড সদস্য জানিয়েছেন, এটা নিশ্চিত, নিয়ম অনুযায়ী শশাঙ্ক মনোহরকে সরে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে যা পরিস্থিতি তাতে জুন মাসে বোর্ড মিটিং করা নিয়ে সংশয় আছে। তাই যতদিন সভা না হবে ততদিন শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। -পিটিআই

[৪] ক্রিকেট বিশ্বে ওপেন সিক্রেট শশাঙ্ক মনোহরের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক খুব একটা ভালো না। তাই প্রাক্তন বোর্ড সভাপতির আইসিসির চেয়ারম্যানের মেয়াদ বাড়াতে খুব একটা খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। এক বিসিসিআই কর্তা জানান, শশাঙ্ক মনোহরের থেকে গ্রেভসের সঙ্গে তাদের কাজের সম্পর্ক ভালো হবে।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়