ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে এক তরুণীর ধর্ষণের অভিযোগে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের দক্ষিণ বোচাপুকুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানিয়েছেন।
[৩] গ্রেপ্তার যুবক মিনহাজুল ইসলাম ওরফে মিনু (৩০) বোচাপুকুর গ্রামের সাইফুর রহমানের ছেলে। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে নির্যাতিতা ওই তরুণী (১৯) নিজেই বাদী হয়ে আসামি মিনহাজুল ইসলাম ওরফে মিনুর নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
[৪] ওসি তানভিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের দক্ষিণ বোচাপুকুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । শুক্রবার বিকালে জ্যেষ্ঠ মূখ্য বিচারকি হাকিমের আদালতের বিচারক আরিফুল রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং জবানবন্দিতে ওই যুবক তার দোষ স্বীকার করেছেন। পরে আদালত তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায় বলেও জানান তিনি।