শিরোনাম
◈ মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর ◈  আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্বাচনি রোডম্যাপ? ◈ ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন ◈ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ ◈ পুলিশ সদস্যের বিরুদ্ধে সহকর্মী নারী কনস্টেবলকে থানা ব্যারাকে ধর্ষণের অভিযোগ: তদন্ত শুরু ◈ আউশকান্দিতে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে বাস ও ১০টি সিএনজি ◈ আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার ◈ ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল ◈ লুকানো ক্যামেরা শনাক্তের সহজ উপায় স্মার্টফোনই, করবেন যেভাবে ◈ আইডি কার্ড বিতর্ক থেকে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেসি নিয়ে শঙ্কা সত্ত্বেও জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপসের ব্যবহার ৫০ ভাগ বেড়ে ৩ কোটিতে পৌঁছেছে

সালেহ্ বিপ্লব : [২] গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানীর শেয়ারমূল্য ১২ শতাংশ বেড়ে ১৬৮ দশমিক ২৪ ডলার হয়েছে। চিফ এক্সিকিউটিভ এরিক ইউয়ান তাদের এ অভাবনীয় অগ্রগতির কথা জানান। বিবিসি, ইয়ন, এনপিআর, টিএনডব্লিউ

[৩] করোনা মহামারীর কারণে ঘরবন্দী মানুষ ভিডিও কনফারেন্সিং এর দিকে ঝুঁকছে। ব্যবহার করছে স্কাইপে, জুম ও মাইক্রোসফট অ্যাপস।

[৪] গত কয়েক মাস ধরে আইটি এক্সপার্টরা বার বার বলছেন, জুম ভিডিও কনফারেন্সিং নিরাপদ নয়। এরই মধ্যে বেশ কয়েকটি হ্যাকিং এর ঘটনা ঘটেছে, বিব্রতকর অবস্থায় পড়েছেন ব্যবহারকারীরা। যাকে বলা হচ্ছে জুমবোম্বিং। এর শিকার হয়ে অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান জুম অ্যাপসের ব্যবহার নিষিদ্ধ করে।

[৫] ডেভিড জনসন জুম ব্যবহার করে তার ডক্টরেট অর্জনের শেষ ধাপটি পার হচ্ছিলেন। থিওরিটিক্যাল ওই প্রেজেন্টেশন দেয়ার সময় তিনি জুমবোম্বিং এর শিকার হন। কেউ একজন আজেবাজে কথা লিখে বিব্রত করে কনফারেন্সে যুক্ত সবাইকে।

[৬] এর পরপরই ডেভিড কথা বলেন জুম কর্তৃপক্ষের সঙ্গে। সিস্টেমটি নিরাপদ করার তাগিদ দেন।

[৭] এর প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ নেয় কোম্পানী। ফেসবুকের সাবেক সিকিউরিটি চিফ অ্যালেক্স স্টেমসকে নিয়োগ দেয়া হয়, সঙ্গে আরো বেশ কয়েকজন এক্সপার্টকেও।

[৮] জুম জানিয়েছে, ৫.০ ভার্সন এখন নিরাপদ। এনক্রিপশন সিস্টেম আপডেট করা হয়েছে। অনাহূত কেউ আর ভিডিও কনফারেন্সে ঢুকে পড়তে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়