শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলা ও উপজেলার আইসিইউ সুবিধা সম্পন্ন হাসপাতালে যাওয়ার বিড়ম্বনা

আরিফ হোসেন: [২] কোভিড-১৯ সংক্রমণের এক মাসের বেশি সময় পার করছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে রাজধানীতে। তবে রাজধানীর বাইরেও সংক্রমণ বেশ উদ্বেগজনক। নিউজ ২৪

[৩] দ্রুত ছড়ানোয় সক্ষম এই ভাইরাসের চিকিৎসা সুবিধা রাজধানীর তুলনায় বিভাগীয় পর্যায়ে বেশ নাজুক বলা চলে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলেন, করোনা আক্রান্ত মাত্র ২০ শতাংশ রোগীর হাসপাতালের চিকিৎসা প্রয়োজন হয়। এর মধ্যে ১৫ শতাংশের ভেন্টিলেশন সুবিধা আর ৫ শতাংশের জন্য প্রয়োজন হয় নিবিড় পরিচর্যা।

[৫] শ্বাসতন্ত্রের এই রোগ থেকে রোগী বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন ভেন্টিলেটর ও আইসিইউ। রাজধানীর বাইরে সারা দেশে ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা রয়েছে ৯৯টি। এর মধ্যে এখনো স্থাপনের অপেক্ষায় রয়েছে সিলেটে ৯টি।

[৬] চট্টগ্রামে বিভাগে আইসিইউ সুবিধা রয়েছে ১৩টি ও কক্সবাজারে ১টি। পুরো বিভাগে জেলা ও উপজেলায় আইসোলেশন বেড রয়েছে ১৬শ ৩৭টি।

[৭] খুলনা বিভাগে আইসিইউ সুবিধার মধ্যে খুলনায় ১০টি ও সাতক্ষীরায় ৮টি রয়েছে। এছাড়া বিভাগে আইসোলেশন বেড রয়েছে ১১শ ৩৭টি।

[৮] সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিকেলে বর্তমানে ২টি আইসিইউ রয়েছে। এছাড়া আরো ৯টি স্থাপনের অপেক্ষায়। এছাড়া সিলেট বিভাগে আইসোলেশন বেড আছে ৬শ ৩৭টি।

[৯] রংপুর বিভাগে আইসিইউ আছে ১০টি। জেলা ও উপজেলায় মোট আইসোলেশন আছে ৩শ ১০টি।

[১০] বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ রয়েছে ১৮ টি। বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় আইসোলেশন বেড রয়েছে ১৬৩টি।

[১১] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে ১০টি। এছাড়া বেসরকারি সিডিএম হাসপাতালে রয়েছে ৬টি আইসিইউ। বিভাগে আইসোলেশন বেড রয়েছে ১৫শ ৯০ টি।

[১২] ময়মনসিংহের এ. কে হাসপাতালে ৭টি ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৫টি আইসিইউ। এছাড়া বিভাগে আইসোলেশন বেড আছে ১৪শ ৪৫টি।

[১৩] এর বাইরে সব জেলায় ডাক্তার ও নার্সদের সমন্বয়ে একাধিক মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়