শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবেতন জীবন যাপন করছেন দেশের ২০ লাখ নৌ শ্রমিক

ইসমাঈল হুসাইন ইমু : [২] দেশের নৌ পথের লাখ লাখ মাঝি ও শ্রমিক বেকার হয়ে মানবেতন জীবন যাপন করছেন। সদরঘাটের মাঝিসহ নৌকায় চলাচলকারীরা করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। মাঝিরা করোনা সংক্রমনের ঝুঁকির বিষয়ে জানার পরও পেটের দায়ে নৌকা চালাচ্ছেন।

[৩] এদিকে করোনাভাইরাস মোকাবিলায় পরিবহন বন্ধ রাখায় কর্মহীন ২০ লাখ নৌ শ্রমিকের পাশে দাঁড়াতে মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

[৪] সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের নৌ সেক্টরে সঠিক বেতন কাঠামো কার্যকর না থাকায় প্রায় ৯৮ শতাংশ পরিবহন শ্রমিক দৈনিক মজুরি বা ট্রিপ ভিত্তিক চাকরি করে। এজন্য তারা দৈনিক শ্রমিকের মতো দিন আনে দিনে খায় অবস্থা। গত ২৬ মার্চ দেশে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ২০ লাখ নৌ পরিবহন শ্রমিক স্ত্রী-সন্তন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

[৫] অপরদিকে সদরঘাট, ওয়াইজঘাট, বাদামতলীর ঘাট, শ্যামবাজার, সোয়ারিঘাট, খোঁলামোড়াসহ বিভিন্ন ঘাটে প্রায় দুই হাজার মাঝি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। জীবিকার তাগিদে ভোরের আলো জেগে ওঠার আগেই মাঝিরা বুড়িগঙ্গার বুকে ভাসিয়ে দেন তাদের নৌকা।

[৬] সদরঘাট নৌকামাঝি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক মিন্টু জানান, এসব নৌকার মাঝিদের অধিকাংশই বরিশাল, পটুয়াখালি ও ফরিদপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তারা নৌকা চালিয়ে জীবন ধারণ করছেন। তাদের আদি ঠিকানা গ্রামে হলেও অধিকাংশের জন্ম ঢাকায়। মরণব্যধি করোনার সংক্রমণে লকডাউনে তারা সরকারি বা কোন সংস্থা সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছে না। তবে সদরঘাটের যুগ্ম পরিচালক আরিফ হোসেন ব্যক্তি উদ্যোগে সম্প্রতি কিছু মাঝির কাছে ত্রাণের সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়