মৌরী সিদ্দিকা : [২] অ্যানিমেশন জগতের সেরা জুটি ‘টম অ্যান্ড জেরি’ এর পরিচালক জেনে ডেইচ ৯৫ বছর বয়সে মারা গেলেন প্রাগ শহরে। তার চেক প্রকাশক পিটার হিমেল এই খবর জানিয়েছেন এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
[৩] ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রাগের অ্যাপার্টমেন্টে মারা যান। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। একাধারে তিনি ছিলেন লেখক, শিল্পী এবং অ্যানিমেটর। তার জন্ম শিকাগো শহরে ১৯২৪ সালের ৮ আগস্ট। সেখান থেকে চেকোস্লভাকিয়ার রাজধানী প্রাগ শহরে চলে যান ১৯৫৯ সালে।
[৪] সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্য ছবি হিসেবে মনোনীত হয়েছিল তার মুনরো ছবিটি এই ছবিটির জন্য অ্যাকাডেমি পুরস্কার পান ১৯৬০ সালে। ১৯৬৪ সালে তিনি আবার তার দু’টি স্বল্প দৈর্ঘ্যের ছবি, ‘হিয়ার ইজ নাডনিক’ এবং ‘হাউ টু আভয়েড ফ্রেন্ডশিপ’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এর আগেও ‘টম টেরিফিক সিরিজ’ ও অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
[৫] অ্যানিমেশন জগতে তার অনন্য অবদানের জন্য ২০০৪ সালে তাকে উইনসর ম্যাককায় পুরস্কার দেয়া হয়। তিনি ‘টম অ্যান্ড জেরি’ এর ১৩টি এপিসোড পরিচালনা করেছিলেন। এমনকি ‘পপাই দ্য সেইলার ম্যান’ এর কয়েকটি এপিসোডও তিনি পরিচালনা করেছিলেন। সূত্র : আজকাল