ইয়াসিন আরাফাত : [২] বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অদূরে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের অভ্যন্তরে নবনির্মিত নাইটিংগেল হসপিটালের উদ্বোধন করেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। বিবিসি
[৩] প্রাথমিকভাবে হসপিটালটিতে ৫০০ শয্যার ব্যাবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে এই হাসপাতালে ১৫০০'র অধিক নতুন শয্যা সংযোজন করা হবে।
[৪] উদ্বোধনকালে স্থানীয় এনএইচএস কর্মীদের নিঃস্বার্থ পরিশ্রমের প্রশংসা করেন উইলিয়াম। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে তাদের অক্লান্ত পরিশ্রম গোটা জাতির হৃদয় স্পর্শ করেছে বলেও মন্তব্য করেন তিনি। ডেইলি মেইল ইউকে
[৫] এ সময় হাসপাতালটি স্থাপন ও স্থাপনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি।
[৬] বার্মিংহাম মেইলে প্রকাশিত এক সংবাদে জানা যায়, গোটা মিডল্যান্ড জুড়ে ২৩টি হাসাপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবাদানে চাপ সামলাতে না পারলে এখানে স্থানান্তর করা হবে।