শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে ঠেকাতে প্রতিবেশীদের জন্য বিনিয়োগ নীতিমালা পরিবর্তন করলো ভারত

সালেহ্ বিপ্লব : [২] বিশেষ কিছু ক্ষেত্রে আগে থেকে অনুমতি লাগলেও সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে এতদিন শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ককে অবগত করতে হতো। কেন্দ্রের শিল্প এবং অভ্যন্তরীন বাণিজ্য বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করছে, এমন কোনও দেশ অথবা দেশের নাগরিক একমাত্র সরকারি পদ্ধতি মেনে এ দেশে বিনিয়োগ করতে পারবে। সে ক্ষেত্রে সরকারের কাছ থেকে প্রাক অনুমতি নেওয়া আবশ্যক। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি লাইভ

[৩] করোনা বিধ্বস্ত ভারতীয় অর্থনীতিকে  কোনো সুযোগ সন্ধানী দেশ যাতে গ্রাস করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

[৪] বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সমতলে সীমান্ত আছে, এমন দেশের কোনও সংস্থা বা ভারতে বিনিয়োগের ফলে লাভবান হবেন, এরকম কেউ এমন দেশের নাগরিক হলে বা সেখানে বসবাস করলে, তিনি শুধুমাত্র সরকারি রাস্তাতেই বিনিয়োগ করতে পারবেন।

[৫] আগের এফডিআই পলিসিতে সব সেক্টরে বিনিয়োগের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের কোম্পানিকেই সরকারি রুটে আসতে হত। সংশোধিত নিয়মের আওতায় চিনা কোম্পানিগুলিকেও এখন থেকে সরকারি রুটে আসতে হবে।

[৬] সম্প্রতি এইচডিএফসির শেয়ার কিনেছে চীনের পিপলস ব্যাঙ্ক। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তারপর থেকেই নড়েচড়ে বসেছে ভারত সরকার।

[৭] কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত ১২ এপ্রিল আশংকা প্রকাশ করে  টুইটারে বলেছিলেন, মহামারীর সুযোগে ভারতীয় সংস্থাগুলোকে গ্রাস করে নেবে বিদেশী বিনিয়োগ। অবিলম্বে এই বিষয়ে তৎপর হোক কেন্দ্র। সেই টুইটের দিনকয়েক বাদেই সরকারি এই সিদ্ধান্তে স্পষ্টত খুশি হয়েছেন রাহুল। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়