শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে ঠেকাতে প্রতিবেশীদের জন্য বিনিয়োগ নীতিমালা পরিবর্তন করলো ভারত

সালেহ্ বিপ্লব : [২] বিশেষ কিছু ক্ষেত্রে আগে থেকে অনুমতি লাগলেও সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে এতদিন শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ককে অবগত করতে হতো। কেন্দ্রের শিল্প এবং অভ্যন্তরীন বাণিজ্য বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করছে, এমন কোনও দেশ অথবা দেশের নাগরিক একমাত্র সরকারি পদ্ধতি মেনে এ দেশে বিনিয়োগ করতে পারবে। সে ক্ষেত্রে সরকারের কাছ থেকে প্রাক অনুমতি নেওয়া আবশ্যক। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি লাইভ

[৩] করোনা বিধ্বস্ত ভারতীয় অর্থনীতিকে  কোনো সুযোগ সন্ধানী দেশ যাতে গ্রাস করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

[৪] বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সমতলে সীমান্ত আছে, এমন দেশের কোনও সংস্থা বা ভারতে বিনিয়োগের ফলে লাভবান হবেন, এরকম কেউ এমন দেশের নাগরিক হলে বা সেখানে বসবাস করলে, তিনি শুধুমাত্র সরকারি রাস্তাতেই বিনিয়োগ করতে পারবেন।

[৫] আগের এফডিআই পলিসিতে সব সেক্টরে বিনিয়োগের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের কোম্পানিকেই সরকারি রুটে আসতে হত। সংশোধিত নিয়মের আওতায় চিনা কোম্পানিগুলিকেও এখন থেকে সরকারি রুটে আসতে হবে।

[৬] সম্প্রতি এইচডিএফসির শেয়ার কিনেছে চীনের পিপলস ব্যাঙ্ক। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তারপর থেকেই নড়েচড়ে বসেছে ভারত সরকার।

[৭] কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত ১২ এপ্রিল আশংকা প্রকাশ করে  টুইটারে বলেছিলেন, মহামারীর সুযোগে ভারতীয় সংস্থাগুলোকে গ্রাস করে নেবে বিদেশী বিনিয়োগ। অবিলম্বে এই বিষয়ে তৎপর হোক কেন্দ্র। সেই টুইটের দিনকয়েক বাদেই সরকারি এই সিদ্ধান্তে স্পষ্টত খুশি হয়েছেন রাহুল। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়