শিরোনাম
◈ যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক ◈ বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি, নারীর কাছ থেকে আদায় ৩ লাখ টাকা ◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ ◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে সুচন্দা, চিন্তিত চম্পা-ববিতা

এনটিভি অনলাইন : যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৪ হাজার ৫২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমাতে বিশ্বব্যাপী বহু দেশ লকডাউন ঘোষণা করেছে। সরকার প্রধানদের একটাই চাওয়া, মানুষ ঘরে থাকুক। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের প্রত্যেকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জন হয়েছে। নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৮৩৮ জন আক্রান্ত হলো। এ ছাড়া নতুন করে নয়জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫৮ জন।

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন সবাই। গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুচন্দা। ছেলে অপু রায়হানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে ফেরার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রকোপে আর দেশে ফেরা হয়নি। নিউইয়র্ক থেকে ২০০ কিলোমিটার দূরে মেজ ভাইয়ের হাইড পার্কের বাসায় রয়েছেন তিনি।

একদিকে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ, অন্যদিকে বাংলাদেশের সব এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় উদ্বিগ্ন তিন বোন সুচন্দা, চম্পা ও ববিতা।

এ বিষয়ে চম্পা বলেন, ‘আমাদের প্রতিদিনই ফোনে কথা হয়। সারা বিশ্বে যেভাবে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে করে আমরা চিন্তিত। যুক্তরাষ্ট্রে আমার দুই ভাই থাকেন। তাঁদের বাড়িতে আপা (সুচন্দা) বেড়াতে গিয়েছিলেন। লকডাউন শুরু হওয়ার আগেই আপা নিউইয়র্ক থেকে ২০০ কিলোমিটার দূরে মেজ ভাইয়ের হাইড পার্কের বাসায় আছেন। তাঁরা ভালো আছেন। তবে গতকাল পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর থেকে আপা আমাদের নিয়ে উদ্বিগ্ন আছেন। আমরা আপাকে নিয়ে উদ্বিগ্ন। ববিতা আপাও বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত।’

চম্পা আরো বলেন, ‘আসলে ছোটবেলা থেকে আমাদের তিন বোনের একসঙ্গে সময় কাটানোর অভ্যাস। সুখ-দুঃখ আমরা ভাগ করে নিই। সুচন্দা আপা সব সময় আমাদের উপদেশ দেন। দেশের বাইরে থেকেও আপা আমাদের কীভাবে চলতে হবে, তার পরামর্শ দিচ্ছেন। ফোনে কথা বলার সময় নিজেকে শক্ত দেখাচ্ছেন, তবে আমি গলা শুনেই বুঝতে পারি, আপা আমাদের নিয়ে কতটা চিন্তায় আছেন।’

সবাইকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে চম্পা বলেন, ‘আসুন, আমরা নিয়ম মেনে চলি। আমাদের একটু ভুল পুরো পরিবারকে বিপদে ফেলবে। আশপাশের মানুষকে বিপদে ফেলবে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আবারও সুন্দর হবে পৃথিবী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়