শিরোনাম
◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর সেই চিকিৎসককে বাসায় তুলে দিলেন ওসি

বাংলা ট্রিবিউন : [২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। এ ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর শুক্রবার (১৭ এপ্রিল) ওই চিকিৎসককে বাসায় তুলে দেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।

ওসি বলেন, 'বিষয়টি অবহিত হয়ে, আমি ডা. আসমা আক্তারকে বাড়িওয়ালা মোহাম্মদ আলীর বাড়িতে পৌঁছে দিই। সে সময় বাড়িওয়ালা মোহাম্মদ আলী এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।'

[৩] ডা. আসমা আক্তার বলেন, 'বাড়িওয়ালা তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই মুহূর্তে বাসায় থেকে আমি আগের মতো চিকিৎসা সেবা দিতে পারবো। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

[৪] সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈনুল ইসলাম জানান, বাড়িওয়ালা মোহাম্মদ আলী তার সঙ্গে দেখা করে বলেছেন, এ ঘটনায় তিনি অনুতপ্ত এবং না বুঝে এ রকম কাজ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

[৫] উল্লেখ্য, ডা. আসমা আক্তার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সব নিয়ম কানুন মেনে সার্বক্ষণিক রোগীর সেবা দিয়ে আসছেন তিনি। সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে রফিক মাস্টারের বাড়ির মোহাম্মদ আলীর বাসায় তার ছোট বোনের পরিবারের সঙ্গে থাকেন তিনি। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। হঠাৎ গত ১৪ এপ্রিল বিকালে তার বোন তাকে বাড়িতে যেতে নিষেধ করেন। ওই দিন সন্ধ্যায় বোনের বাড়িতে যাওয়ার পথে বাড়ির মালিক মোহাম্মদ আলী তাকে অপমানজনক কথা বলেন এবং বাসায় যেতে নিষেধ করেন। বাড়ির মালিকের ধারণা ডাক্তারের বাইরে যাওয়া-আসার কারণে তারা করোনা আক্রান্ত হতে পারেন। পরে গত দুদিন তিনি সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালের কক্ষে কোনও রকমে থাকছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে অবহিত করা হলে, তারা তাকে পুনরায় ওই বাড়িতে থাকার ব্যবস্থা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়