শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা ঋণের আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ বিকেএমইএ’র

সোহেল রহমান : [২] নীট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর এ আবেদন জানিয়েছেন।

[৩] একই সঙ্গে বাণিজ্যমন্ত্রী ও অর্থসচিব বরাবর আবেদনের অনুলিপি দেয়া হয়েছে।

[৪] আবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে। শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিভিন্ন স্থানে রয়েছে লক-ডাউন, বিশেষ করে নারায়ণগঞ্জ ও গাজীপুরে রয়েছে সম্পূর্ণ লক-ডাউন।

[৫] অন্যদিকে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকছে।

[৬] ফলে এ সকল অঞ্চলের পোশাক শিল্প প্রতিষ্ঠানসমূহে কোন লোক যেতে পারছে না। ব্যাংকে যেতে পারছেন না কারখানার কর্মকর্তারা।

[৭] অন্যদিকে এখনও প্রায় ৮০ শতাংশ শ্রমিকের ব্যাংক বা এমএফএস একাউন্ট করা হয়ে উঠেনি, চেষ্টা করা হচ্ছে করার।

[৮] পাশাপাশি প্রতিষ্ঠানসমূহের পক্ষে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ফরম-ডি’ পূরণ করা এবং তা আবার বিকেএমইএ পর্যায়ে যাচাই করে প্রতিস্বাক্ষর করাও সময়সাপেক্ষ ব্যাপার।

[৯] ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিলের মধ্যে সকল প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল-মে-জুনের বেতন প্রদানের জন্য সরকার ঘোষিত ঋণ গ্রহণের আবেদন বাংলাদেশ ব্যাংকে পৌঁছানো সম্ভবপর হবে না।

[১০] এমতাবস্থায় ঋণ গ্রহণের আবেদনের তারিখ ২০ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়