শিরোনাম
◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সামাজিক দূরত্ব বজায় না রেখে ওষুধসহ নিত্যপণ্য বিক্রি ও অকারণে বের হওয়ায় ৫ প্রতিষ্ঠান এবং ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড

সুজন কৈরী : [২] সামাজিক দূরত্ব বজায় না রেখে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া ওষুধ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠান এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১৮ জনকে ৯৫ হাজার ৫শ' টাকা অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত।

[৩] দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সুগন্ধা বেকারী, আদি ফুডল্যান্ড বেকারী, ফুডল্যান্ড বেকারী, লার্জ ফার্মা ও রনি ফার্মেসী।

[৪] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১১ পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৫] তিনি বলেন, অভিযানকালে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছেন। থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ব্যাংকে টাকা তোলার জন্য যাচ্ছেন। এখনতো পরিস্থিতি এমনা যে, ব্যাংকে টাকা তুলতে তিনজন যেতে হবে। আবার কেউ বাজার করতে একটি মোটরসাইকেল দুইজন যাচ্ছেন। এছাড়া পথচারী কাউকে থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে সুস্পষ্ট কারণ বলতে পারেন নি। এমন ১৮ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

[৬] র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট আরো বলেন, সামাজিক দূরত্ব মনিটরিংয়ের জন্য অভিযান চালানো হলেও অভিযানকালে দেখা গেছে রনি ফার্মেসী নামক একটি প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ও ফার্মাসিস্ট ছাড়াই ছোট ওই দোকানে ১০/১২জন রযেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব না রেখে ওষুধ বিক্রি করায় লার্জ ফার্মা ও খালি হাতে টাকা এবং পণ্য বিক্রি করায় তিনটি বেকারীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়