শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সামাজিক দূরত্ব বজায় না রেখে ওষুধসহ নিত্যপণ্য বিক্রি ও অকারণে বের হওয়ায় ৫ প্রতিষ্ঠান এবং ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড

সুজন কৈরী : [২] সামাজিক দূরত্ব বজায় না রেখে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া ওষুধ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠান এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১৮ জনকে ৯৫ হাজার ৫শ' টাকা অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত।

[৩] দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সুগন্ধা বেকারী, আদি ফুডল্যান্ড বেকারী, ফুডল্যান্ড বেকারী, লার্জ ফার্মা ও রনি ফার্মেসী।

[৪] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১১ পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৫] তিনি বলেন, অভিযানকালে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছেন। থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ব্যাংকে টাকা তোলার জন্য যাচ্ছেন। এখনতো পরিস্থিতি এমনা যে, ব্যাংকে টাকা তুলতে তিনজন যেতে হবে। আবার কেউ বাজার করতে একটি মোটরসাইকেল দুইজন যাচ্ছেন। এছাড়া পথচারী কাউকে থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে সুস্পষ্ট কারণ বলতে পারেন নি। এমন ১৮ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

[৬] র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট আরো বলেন, সামাজিক দূরত্ব মনিটরিংয়ের জন্য অভিযান চালানো হলেও অভিযানকালে দেখা গেছে রনি ফার্মেসী নামক একটি প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ও ফার্মাসিস্ট ছাড়াই ছোট ওই দোকানে ১০/১২জন রযেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব না রেখে ওষুধ বিক্রি করায় লার্জ ফার্মা ও খালি হাতে টাকা এবং পণ্য বিক্রি করায় তিনটি বেকারীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়