শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগেও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করছে পুলিশ : বিদায়ী আইজিপি

সাদমান মনির: [২] অনলাইনে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. জাভেদ পাটোয়ারী।

[৩] তার দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠা এবং মানবিক পুলিশ হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার চেষ্টা করেছি। জনতার পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য একান্তভাবে কাজ করেছি। সাধারণ মানুষও পুলিশকে এখন মানবিক পুলিশ হিসেবেই দেখতে পাচ্ছে। যে কারণে ৯৯৯-এ ফোন দিয়ে মানুষ পুলিশের কাছে সাহায্য চাচ্ছে। পুলিশও তাদের ডাকে সাড়া দিচ্ছে।

[৪] তিনি আরও বলেন, আমার কর্মকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।

[৫] সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ড. পাটোয়ারী বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যরা সুরক্ষা সামগ্রী নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] তিনি বলেন, একইসঙ্গে রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেলে দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সমন্বয় করে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, উন্নতি এবং উন্নয়নের জন্য কাজ করে যাবো। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে চেষ্টা করবো।চ্যানেল২৪ সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়