শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগেও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করছে পুলিশ : বিদায়ী আইজিপি

সাদমান মনির: [২] অনলাইনে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. জাভেদ পাটোয়ারী।

[৩] তার দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠা এবং মানবিক পুলিশ হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার চেষ্টা করেছি। জনতার পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য একান্তভাবে কাজ করেছি। সাধারণ মানুষও পুলিশকে এখন মানবিক পুলিশ হিসেবেই দেখতে পাচ্ছে। যে কারণে ৯৯৯-এ ফোন দিয়ে মানুষ পুলিশের কাছে সাহায্য চাচ্ছে। পুলিশও তাদের ডাকে সাড়া দিচ্ছে।

[৪] তিনি আরও বলেন, আমার কর্মকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।

[৫] সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ড. পাটোয়ারী বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যরা সুরক্ষা সামগ্রী নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] তিনি বলেন, একইসঙ্গে রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেলে দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সমন্বয় করে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, উন্নতি এবং উন্নয়নের জন্য কাজ করে যাবো। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে চেষ্টা করবো।চ্যানেল২৪ সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়