আনিস আলমগীর : বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে জাতিসংঘের। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার টার্গেট। লকডাউনের তিন সপ্তাহও হয়নি, এখনই যেভাবে শিল্পপতি-পুঁজিপতি থেকে ভিক্ষুকরা দান-অনুদানের জন্য কান্নাকাটি করছেন, সেখানে ক’জন আসল গরিব বুঝা কঠিন! নাকি জাতি হিসেবে আমাদের চরিত্রটা ভিক্ষুকের?
বাংলা ট্রিবিউনে গত সপ্তাহের কলামেও বলেছি, আওয়ামী লীগের আগেই রিলিফ নিয়ে বদনাম আছে। কিছু লোক চুরি-চামারি করে এই সংকট মুহূর্তে দলের জন্য বদনাম কুড়াবে। যারা বদনাম করছে তারা এটুকু ভাববে না যে- এই চোরদের আওয়ামী লীগ সরকারই ধরছে। তাছাড়া, আমাদের গরিবদের বড় একটি শ্রেণি রিলিফ দেখলে রীতিমত পাগল হয়ে পড়ে। এরা ভীড়ের মধ্যে মৃত্যুর পরোয়া করে না। এদের মধ্যে সুষম বণ্টন জটিল কাজ। সরকারি-বেসরকারি সব ত্রাণের সমন্বয় করে সেনাবাহিনীকে দিয়ে ত্রাণের কাজটি করানো দরকার। জনপ্রতিনিধিরা এখানে সহযোগিতার ভূমিকায় থাকবে। ফেসবুক থেকে