শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলকে জীবন ও স্বাস্থ্য বীমার আওতায় আনলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] তৃতীয় সুখবর পেলো বাংলাদেশকে বিশ্বকাপ পাইয়ে দেয়া অনূর্ধ্ব ১৯ দল। গত ৯ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ শিরোপা পায় বাংলাদেশ। ওই সময়ই পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা করে মাসিক বেতনের ব্যবস্থা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাদের জীবন ও স্বাস্থ্য বীমা করেছে বিসিবি।

[৩] বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা প্রথমবারের মতো বীমা সুবিধার আওতায় আসলেন। এতদিন কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটাররা বীমা সুবিধা পেয়ে এসেছেন।

[৪] আকবর আলীদের এ সুযোগ দেয়ার ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, চ্যাম্পিয়ন না হলেও ওই দলের কয়েকজনকে ইনস্যুরেন্সের আওতায় আনার পরিকল্পনা ছিলো। হয়তো এদের মধ্যে চার-পাঁচজন প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতেও চলে আসতে পারত। তাহলে ইনস্যুরেন্স ওদেরও হতো। তবে হ্যাঁ, বয়সভিত্তিক দলের সবার ইনস্যুরেন্স করানোর ঘটনা বাংলাদেশে এই প্রথম।

[৫] বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের প্রত্যেকের জীবন বীমা ৫০ লাখ টাকার। প্রথম শ্রেণীর ক্রিকেটার ও আকবরদের সেটি ২৫ লাখ। ১৬ জনের বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার নওরোজ নাবিল এবং এস এম মেহরাবের জীবন বীমা অন্যদের চেয়ে আলাদা। কারণ এই দুই ক্রিকেটারের বয়স এখনো ১৮ হয়নি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের দুজনের ক্ষেত্রে জীবন বীমার অঙ্কটি ১০ লাখ টাকার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়