শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকসহ ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [১] কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানিয়েছেন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে গতকাল রোববার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে ডেন্টাল সার্জন ফেরদৌস রহমানের। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। করোনা ভাইরাস বিস্তারের মধ্যেও তিনি আজিমপুরে তার চেম্বার নিয়মিত রোগী দেখেছেন। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন। তার স্ত্রীও চিকিৎসক।

[২] মৃতের এক চিকিৎসক বন্ধু জানান, এক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিলেন ডা. ফেরদৌস। পরে কাশি ও গলাব্যথা শুরু হয়। জ্বর কমে গেলেও কাশি, গলাব্যথার সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের পক্ষ থেকে তাকে করোনা পরীক্ষার জন্য বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছিলেন না। বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। রোবাবর তার অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনের মতো করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের।

[৩] রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসা কমিটির আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, নমুনা পরীক্ষা করা হচ্ছে।

[৪] সাভার : ঢাকা সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে সাভারে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নমুনাও সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল সকালে সাভারের ছায়াবিথী এলাকায় ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে ওই ছাত্র শ^াসকষ্ট ও সর্দি-জ¦রে ভুগছিলো। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায়ও গতকাল নিজ বাড়িতে ৮০ বছরের এক বৃদ্ধের শ^াসকষ্টে মৃত্যু হয়েছে।

[৫] কেরানীগঞ্জ : কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার ওই ব্যক্তি মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর তিনি মারা যান। তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।

[৬] চাঁদপুর : চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের রামপুর ইউনিয়নের কামরাঙ্গায় শ্বশুরবাড়িতে করোনা উপসর্গ নিয়ে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শাহতলী এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে। যুবকের নমুনা সংগ্রহ করে গতকাল ঢাকায় আইইডিসিআরে পাঠানো হলেও শাহতলী এলাকায় মৃত ব্যবসায়ীর বিষয়ে তিনি কিছুই জানেন না।

[৭] মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ আহমদ চৌধুরী জানান, সুরভীপাড়া আবাসিক এলাকায় আত্মীয়ের বাসায় গত শনিবার রাতে মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধের। রোববার দুপুরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

[৮] কালীগঞ্জ (ঝিনাইদহ) : জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৯] কুড়িগ্রাম : নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, ভিতরবন্দ এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সবার নমুনা সংগ্রহও করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। মৃত ব্যক্তির ছেলে সম্প্রতি গাজীপুর থেকে বাড়ি ফিরেছেন।

[১০]কুষ্টিয়া : আইসোলেশনে থাকা কুষ্টিয়ার এক নারী (৪৬) মারা গেছেন। গতকাল দুপুর ১২টার দিকে মৃত্যু হওয়া ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, ওই নারীর নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

[১১] চুয়াডাঙ্গা : জ্বর ও ডায়রিয়া নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত শনিবার ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সতর্কতা হিসেবে লকডাউন করা হয়েছে দুটি বাড়ি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলিয়েট পারউইন জানান, ওই নারী তার মেয়ের বাড়িতে মারা যান।

[১২] রাজৈর (মাদারীপুর) : করোনার উপসর্গ নিয়ে মাদারীপুরের রাজৈরে গতকাল এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

[১৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি থাকায় পাইকপাড়া গ্রামের ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু জরুরি সেবা দেওয়ার জন্য ওষুধ প্রয়োগের আগেই তিনি মারা যান। ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা, তা নির্ণয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

[১৪] টাঙ্গাইল : উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে টাঙ্গাইলের সখীপুরে এক মুক্তিযোদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল। বিকালে উপজেলার বেতুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

[১৫] গোপালগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহের পাশাপাশি বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ।আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়