ইসমাঈল হুসাইন ইমু : [২] রোববার দুপুর ১২ টায় ধানমণ্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, গতকাল বঙ্গবন্ধুর একজন খুনির (আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুজন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।
[৩] এসময় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দু:স্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্তীর কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান ছিল। এই ত্রাণ সামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
[৪] ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।