স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিনামূল্যে এ খাবার দেবে আর্সেনাল। পাশাপাশি তাদেরকে স্যানিটারি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণও সরবরাহ করবে ইংলিশ ক্লাবটি।
[৩] স্থানীয় সংস্থাগুলোতে এক লাখ পাউন্ড ও কোভিড-১৯ সঙ্কট তহবিলে ৫০ হাজার পাউন্ড অনুদান দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
[৪] নর্থ লন্ডনের ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ইজলিংটনে ১৫ টন জরুরি জিনিসপত্র পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে।
[৫] করোনাভাইরাস মোকাবেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সও বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য সংস্থার জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
[৬] যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।