শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কাঁচাবাজার গুলোতে একমূখী চলাচল নিশ্চিত করণে কাজ করছে পুলিশ

মাসুদ আলম : [২] করোনা সংক্রমণরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর স্থায়ী ও স্বীকৃত কাঁচাবাজার সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একমূখী চলাচল ও বাহির হওয়ার নির্দিষ্ট পথ চালু করেছে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু করেছে পুলিশ। আজ রাজধানীর বাজারগুলোতে এমন দৃশ্য দেখা গেছে।
[৩] রাজধানীবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করে একমূখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

[৪] ক্রেতাদের একমূখী চলাচল ও বাহির হওয়ার জন্য পুলিশ ও বাজার কমিটি যৌথভাবে কাজ করছেন। ক্রেতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করে ক্রেতা ও বিক্রেতা উভয় বিপদমুক্ত।

[৫] ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, বুধবার আমরা নির্দেশনা পাওয়ার পর রাতেই কার্যক্রম শুরু করেছি। ক্রেতারা একপথ দিয়ে প্রবেশ করবেন অন্যপথ দিয়ে বের হবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজারগুলোতে বড় করে একমুখী ‘চলাচল’, ‘প্রবেশ’, ‘বাহির’ লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কীভাবে তা বাস্তবায়ন করা হবে সে সম্পর্কেও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ক্রেতারা তা মানছে কিনা তা মনিটরিং করা হচ্ছে।

[৬] ক্রেতারা জানান, এ কার্যক্রমটি আরো আগে থেকেই চালু করার প্রয়োজন ছিলো। এত করে ব্যক্তি থেকে ব্যক্তি দূরত্ব বজায় থাকবে। কেউ কাউকে অতিক্রম করবেনা। একজনের গাঁ ঘেষে আরেকজন দাঁড়াবেনা।

[৭] পুলিশ সদর দফতর জানায়, শুধু রাজধানীতে নয়, পর্যায়ক্রমে সারাদেশে এ ব্যবস্থাপনা চালু করা হবে। এতে করে ব্যক্তি থেকে ব্যক্তি দূরত্ব বজায় থাকবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়