শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিদির সর্বকালের সেরা দল ‘অদ্ভুত’ ও ‘পক্ষপাতদুষ্ট’

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দিন কাটছে ঘরে। কিন্তু ঘরে একটানা কতক্ষণ অলস সময় কাটানো যায়। ক্রিকেটাররা তাই নিজের পছন্দের সেরা একাদশ বাছাইয়ে নেমেছেন। শেন ওয়ার্ন যেমন সেরা ওয়ানডে এবং অস্ট্রেলিয়া একাদশ গড়েছেন। তেমনি শহীদ আফ্রিদিও নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। তবে আফ্রিদির এই একাদশ নিয়ে কথা হচ্ছে প্রচুর। অনেকেরই ভাষ্যমতেই এটি ‘পক্ষপাতদুষ্ট’ একাদশ, আর সে জন্য রসিকতা আর তোপের মুখেও পড়তে হচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে।

[৩] লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন আফ্রিদি। মোট পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন আফ্রিদি। সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, উইকেটরক্ষক হিসেবে রশিদ লতিফ এবং পেসার হিসেবে ওয়াসিম ও শোয়েব আখতার। অস্ট্রেলিয়া থেকে আফ্রিদির একাদশে জায়গা পেয়েছেন চারজন রিকি পন্টিং, উইকেটরক্ষক ও ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, স্পিনার শেন ওয়ার্ন ও পেসার গ্লেন ম্যাকগ্রা। বাকি দুজনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে জ্যাক ক্যালিস ও ভারত থেকে শচীন টেন্ডুলকার।

[৪] ইউটিউবে অনেকেই আফ্রিদির এই একাদশ মেনে নিতে পারেননি। একই দলে দুজন উইকেটরক্ষক কেন? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। একজনের মন্তব্য, ‘একই দলে দুজন উইকেটরক্ষক কেন? না বলে পারছি না, দলে যখন অ্যাডাম গিলক্রিস্টের মতো কেউ থাকে তখন উইকেটরক্ষক হিসেবে রশিদ লতিফ কেন? একজন বিশ্বমানের খেলোয়াড়ের পক্ষপাতদুষ্ট দল নির্বাচন।’

[৫] আরেকজন আফ্রিদির এই একাদশকে অদ্ভুত আখ্যা দিয়ে মন্তব্য করেন, ‘৫ পাকিস্তানি, ৪ অস্ট্রেলিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ১জন করে। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নিউজিল্যান্ড থেকে একজন খেলোয়াড়ও নেই! হ্যাঁ এটা তার পছন্দ, তবে দলটা অদ্ভুত।’ বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের কথাও আফ্রিদিকে মনে করিয়ে দিয়েছেন একজন, ‘গিলক্রিস্ট ওপেন করলে এটা অবশ্যই ওয়ানডে দল। তবে টেস্টে শচীনকে চারে এবং ক্যালিসকে ছয়ে, অদ্ভুত। গিলক্রিস্ট থাকতে দলে রশিদ লতিফ কেন? আর সপ্তাহের যেকোনো দিনে শোয়েবের জায়গায় ওয়াকারকে নেওয়া যায়।

[৬] শহীদ আফ্রিদির সর্বকালের সেরা একাদশ: সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস,রশিদ লতিফ (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার ও শেন ওয়ার্ন। -প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়