সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] জেলার ৬টি গ্রামের প্রধান প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। প্রবেশ ও বাহির পথ এলাকাবাসীরা নিজ উদ্যোগেই বন্ধ করে স্বেচ্ছায় 'লকডাউন' ঘোষণা করেন।
[৩] বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাযায়, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৬টি গ্রামের প্রবেশ পথ ও বের হওয়ার পথে বাঁশের বেড়া ও লাল পতাকা ঝুলিয়ে দিয়ে লকডাউন করেছেন এলাকাবাসী।
[৪] ওই ইউনিয়নের ৬টি গ্রামের সকল সংযোগ সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে এলাকাবাসী নিজ উদ্যোগে লকডাউন করেছে বলে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।গ্রামগুলো হলো : আদর্শ-কোলনী, রসুলপুর, বাঙালিপাড়া, বিহারীপাড়া, গুচ্ছগ্রাম ও বাহাদুরপাড়া।
[৫] স্থানীয় ইউপি সদস্য তামান্না আক্তার জানান, দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকার সচেতন নাগরিক নিজেদের রক্ষার স্বার্থে ৬টি গ্রামের বাসিন্দারা মিলে লকডাউন করে দিয়েছেন। ফলে এসব গ্রামে বাহির থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।
[৬] স্থানীয় বাসিন্দা নূর আলম জানান,আমরা নিজ উদ্যোগে ৬টি গ্রামের প্রবেশ পথ ও বের হওয়ার পথে বাঁশের বেড়া ও লাল পতাকা দিয়ে লকডাউন করে দিয়েছি। সেই সাথে আমরা গ্রামে কোন যানবাহন বা মানুষ প্রবেশ করার সময় জীবাণুনাশক স্প্রে দিচ্ছি এবং প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থাও রেখেছি। সম্পাদনা: জেরিন আহমেদ