আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: [২] বগুড়া শাজাহানপুরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডে ৪ পরিবারের ১৫ টি ঘর পুড়ে ছাড়কার হয়ে গেছে। সব কিছু হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নীচে বসবাস করছে। মঙ্গলবার ৭ জানুয়ারী পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
[২] স্থানীয়রা জানান, ওই বাড়ীর শয়ন ঘরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্ততঃ ১৫ ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। পোড়াবাড়ির আবুল কালাম আজাদের স্ত্রী বিলকিস বেগম জানান, তার স্বামী কৃষিকাজ করেন। প্রতিদিনের মত স্বামী-সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে আগুনের উত্তাপে ঘুম ভেঙ্গে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গোটা বাড়ি ভষ্মিভূত হয়ে যায়। স্বামী-সন্তান নিয়ে দৌড়ে কোন রকম প্রাণে বেঁচে যাই। সংসারের যাবতীয় আসবাবপত্র, জামা-কাপড় এমন কি চাল, ডাল সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে প্রতিবেশীর দেয়া খাবার ও জামা-কাপড় নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করতে হচেছ।
[৩] প্রতিবেশীরা জানান, এতে করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বগুড়া ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যাউ এবং আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।