রাজু চৌধুরী, চট্টগ্রাম: [২] এক নারীর করোনার উপসর্গ প্রকাশ পাওয়ায় চট্টগ্রামের পাহাড়তলীর এক ভবনের ৬ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর শাপলা আবাসিক এলাকার ‘আল্লাহর দান মঞ্জিল’ নামক ভবনে আরও করোনা রোগী রয়েছে এমন সন্দেহে ওই ৬ পরিবারকে নিজ ঘরে আইসোলেশনে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধা ৭টায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টিম ওই ভবনে গিয়ে ভবনটিতে বসবাসরত পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘ভবনটিতে করোনা রোগী রয়েছে বলে স্থানীয়দেরপাঠানো তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে ঘটনাস্থলে যায়। ওই ভবনের হাছিনা বেগম (৩৫) নামের একজন নারীর করোনা রোগের কিছু লক্ষণ দেখা যায়। এরপর টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই নারীর টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত ভবনটিতে বসবাসরত সবার কোয়ারেন্টাইন মেনে চলা জরুরি। তাই টেস্টের রিপোর্ট পাওয়া পর্যন্ত ঐ বাড়ির সকল সদস্যকে হোম কোয়ারেন্টােইনে থাকতে বলা হয়েছে।’