শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

ডেস্ক রিপোর্ট : [২] নরসিংদীর পলাশ উপজেলার পর এবার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। সূত্র- যুগান্তর

[৩]বিষয়টি জানার পর পরই আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি পলাশতলী ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এই জেলায় দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

[৪]নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। গত ৪ এপ্রিলে তিনি রায়পুরায় আসেন। করোনা উপসর্গ দেখা দিলে সোমবার তার নমুনা সংগ্রহ করে আইইআরডিসিতে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার রাতে আইইআরডিসি থেকে জানানো হয়, তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ।

[৫]নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, খবর পাওয়ার পর পরই রাত ১১টার দিকে আক্রান্তকে আইসোলেশনে নেয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়