শিরোনাম
◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

ডেস্ক রিপোর্ট : [২] নরসিংদীর পলাশ উপজেলার পর এবার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। সূত্র- যুগান্তর

[৩]বিষয়টি জানার পর পরই আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি পলাশতলী ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এই জেলায় দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

[৪]নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। গত ৪ এপ্রিলে তিনি রায়পুরায় আসেন। করোনা উপসর্গ দেখা দিলে সোমবার তার নমুনা সংগ্রহ করে আইইআরডিসিতে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার রাতে আইইআরডিসি থেকে জানানো হয়, তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ।

[৫]নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, খবর পাওয়ার পর পরই রাত ১১টার দিকে আক্রান্তকে আইসোলেশনে নেয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়