নারায়ণগঞ্জ প্রতিনিধি [২] নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একজন ওয়ার্ডবয় ও দু’জন নার্স করোনা পজেটিভ হওয়ায় জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জীবাণনুমুক্ত করার পর ফের খুলে দেওয়া হতে পারে।
[৩] সোমবার (৬ এপ্রিল) রাতে আইইডিসিআরে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
[৪] নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, তিন জন স্বাস্থ্যকর্মীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।
[৫] হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানিয়েছেন, ২৯ মার্চ সন্ধ্যায় বন্দরের রসুলবাগ এলাকার একজন নারী স্ট্রোক ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়। ওই নারীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের পরামর্শে হাসপাতালের একজন ওয়ার্ডবয় ওই রোগীকে ইনজেকশন দেন এবং প্যাথলজি বিভাগের একজন নার্স তার রক্তের নমুনা পরীক্ষা করেন। ৩০ মার্চ ওই নারী ঢাকা কুর্মিটোলা হাসপাতাল মারা যান।
[৬] পরে জানা যায় মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়াও আরও দু’জন আক্রান্ত রোগী তাদের করোনা উপসর্গ গোপন রেখে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
[৭] এসব কারণে জরুরি বিভাগের কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার রাতে তিন জন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ কারণে জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার