শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের প্রভাবে কমলগঞ্জে লোকসান গুনতে হচ্ছে পোল্ট্রি খামারিদের

সাদিকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: [২]সারা দেশের মত মৌলভীবাজরে বন্ধ রয়েছে  হোটেল-রেস্তোরা ও দোকানপাট, বিয়েসহ সামাজিক সকল অনুষ্ঠান। ফলে দরপতন হচ্ছে পোল্ট্রি মুরগির। আর এতে চরম লোকসান গুনতে হচ্ছে পোল্ট্রি খামারিদের।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় ও মাঝারি প্রায় ১শ বয়লার মুরগির খামার রয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঋণ নিয়ে খামার গড়েছেন।

[৪] খামারিরা জানান, দেশে করোনা ভাইরাস বিস্তারের আগে প্রতিটি বাজারে বয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো ১২৫ -১৩০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। প্রতিদিনই কমছে মুরগির দাম। আর মুরগীর দাম কম হওয়ায় পোল্ট্রি খামারিদের মাথায় পড়েছে হাত। প্রতি কেজি ব্রয়লার মুরগিতে বাচ্চা ক্রয়সহ খরচ হচ্ছে প্রায় ১শ ১০টাকা।এখন সেই মুরগি ৪৫-৫০ টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে।

[৫] এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. হেদায়াত উল্ল্যাহ বলেন,  এই উপজেলায় ছোট,বড় ও মাঝারি আকারের প্রায় শতাধিক খামার রয়েছে। করোনার প্রভাবে খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়