শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে সরকারের সহযোগিতা ও ধর্মীয় বিদ্বেষ না ছড়ানোর আহ্বান দেওবন্দের

ইসমাঈল আযহার: [২] ভারতের নিযামুদ্দিনের তাবলিগ মারকোজের ৭ জন করোনায় মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ ওয়েবসাইট, আওয়ার ইসলাম
[৩] দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নিজেকে ও সমাজ রক্ষায় আমাদের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রত্যেকে নিজ জায়গা থেকে এ ভাইরাস বিস্তার রোধে সরকার প্রশাসনের সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

[৪] তাবলিগ জামায়াতের সাথে যুক্ত ব্যক্তিদেরও আবেদন করা হচ্ছে, যারা ১মার্চ এর পরে মারকাজ নিজামুদ্দিনে গিয়েছেন, তারা এখন যেদিকেই থাকুন না কেন, নিজেরাই এগিয়ে এসে করোনারভাইরাস সম্পর্কে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে মেডিকেল পরীক্ষা করান। দায়িত্বশীলতার সাথে আচরণ করে পরিস্থিতির মুখোমুখি হন, এইভাবে বহু কঠিন হুমকি এবং আশঙ্কা দূর সম্ভব হয়। আপনার সহযোগিতায় দেশ জাতি সমাজ রক্ষা পাবে বলে মনে করি।

[৫] নিযামুদ্দিন নিয়ে বিদ্বেষ ছড়ানো প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, তাবলিগ জামায়াতের নিজামুদ্দিনে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে তা উদ্বেগজনক। এমন ভয়াবহ পরিস্থিতিতে দায় কার সেটা ভাবার সময় নয়। যখন পুরো বিশ্বটি এ করোনার ভাইরাস ছড়িয়ে পড়া রোগের মুখোমুখি হচ্ছে, ঠিক তখন আমাদের দেশের কিছু মানুষ এতেও ধর্মীয় বিদ্বেষের বিষ মিশ্রিত করার পায়তারা করছে। এটা খুবই দুঃখজনক বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়