শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে সরকারের সহযোগিতা ও ধর্মীয় বিদ্বেষ না ছড়ানোর আহ্বান দেওবন্দের

ইসমাঈল আযহার: [২] ভারতের নিযামুদ্দিনের তাবলিগ মারকোজের ৭ জন করোনায় মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ ওয়েবসাইট, আওয়ার ইসলাম
[৩] দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নিজেকে ও সমাজ রক্ষায় আমাদের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রত্যেকে নিজ জায়গা থেকে এ ভাইরাস বিস্তার রোধে সরকার প্রশাসনের সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

[৪] তাবলিগ জামায়াতের সাথে যুক্ত ব্যক্তিদেরও আবেদন করা হচ্ছে, যারা ১মার্চ এর পরে মারকাজ নিজামুদ্দিনে গিয়েছেন, তারা এখন যেদিকেই থাকুন না কেন, নিজেরাই এগিয়ে এসে করোনারভাইরাস সম্পর্কে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে মেডিকেল পরীক্ষা করান। দায়িত্বশীলতার সাথে আচরণ করে পরিস্থিতির মুখোমুখি হন, এইভাবে বহু কঠিন হুমকি এবং আশঙ্কা দূর সম্ভব হয়। আপনার সহযোগিতায় দেশ জাতি সমাজ রক্ষা পাবে বলে মনে করি।

[৫] নিযামুদ্দিন নিয়ে বিদ্বেষ ছড়ানো প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, তাবলিগ জামায়াতের নিজামুদ্দিনে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে তা উদ্বেগজনক। এমন ভয়াবহ পরিস্থিতিতে দায় কার সেটা ভাবার সময় নয়। যখন পুরো বিশ্বটি এ করোনার ভাইরাস ছড়িয়ে পড়া রোগের মুখোমুখি হচ্ছে, ঠিক তখন আমাদের দেশের কিছু মানুষ এতেও ধর্মীয় বিদ্বেষের বিষ মিশ্রিত করার পায়তারা করছে। এটা খুবই দুঃখজনক বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়