শিরোনাম

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের ওপর যারা অমানবিক হবে তাদের সার্ভিস বন্ধ করে দেবে বিজিএমইএ, জানালেন রুবানা হক

সামিউল শাওন: [২] রোববার বেসরকারি টিভি একাত্তরের একাত্তর জার্নাল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারে ঘোষণা অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখবেন নাকি ১২ এপ্রিল খুলবেন, এমন প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি বলেন, আমরা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছি। সরকার যদি বলে ১৪ তাহলে ১৪, যদি বলে ১৯ তাহলে ১৯। আমি আমার জায়গা থেকে নড়ছি না। যার প্রয়োজন উৎপাদন করা, যিনি পিপিই বা রপ্তানির চাপে আছেন, তার ওপর আমাদের কোন চাপ নেই। তবে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কারখানা চালাতে হবে।

[৩] রুবানা হক বলেন, বিজিএমইএ পক্ষ থেকে সকল গার্মেন্টস বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছিলো। তাই এই ঘটনার দায়ভার নিবো না। কারণ বিজিএমইএ পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফিরতে বলা হয়নি। আমাদের অবস্থান অপরিবতিত ছিলো।

[৪] তিনি বলেন, মানবিক কারণে আমরা প্রত্যেক মালিকের কাছে বলেছি, আপনার দয়া করে কোনো শ্রমিককে ছাঁটাই করবেন না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়