শাহনাজ বেগম : [২] রোববার নিয়মিত করোনা সংবাদ সম্মেলনে মিচেল গোভ বলেন, যুক্তরাজ্যের উত্তর-পূর্ব অঞ্চলের ইয়র্কশায়ারে ৩৫ শতাংশ এবং মিডল্যান্ডসে ৪৭ শতাংশ বেড়েছে। বিবিসি, দ্য টেলিগ্রাফ
[৩] যুক্তরাজ্যের ৭ টি রাজ্যে বার্মিংহাম, ব্রিস্টল, কার্ডিফ, বেলফাস্ট, গ্লাসগো, হ্যারোগেট ও ম্যানচেস্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও সাতটি এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতাল নির্মিত হচ্ছে বলে জানান।
[৪] প্রধানমন্ত্রী বরিস জনসন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আগামী সপ্তাহে ব্রিটিশ ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য চিফ মেডিকেল অফিসার এবং চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজারকে আমন্ত্রণ জানিয়েছেন। নবনির্বাচিত লেবার নেতা স্যার কায়ার স্টারমার এই প্রস্তাব গ্রহণ করেছেন।
[৫] দেশটিতে একদিনে করোনায় ৭০৮ জন মারা যাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৩ জন এবং আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯০৩ জন।