শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের হেঁটে আসতে বাধ্য করা মানবাধিকারের লংঘন, বাড়বে করোনা ঝুঁকি, বললেন আইনজ্ঞরা

এস এম নূর মোহাম্মদ : [২] অফিস-আদালত, গণপরিবহন বন্ধ। মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। কিন্তু আজ রোববার থেকে গার্মেন্টস ও বেসরকারি অফিস খোলা থাকায় জীবিকার তাগিদে সবকিছু উপেক্ষা করে দলে দলে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। পোশাক শ্রমিকরা পরিবহন না পেয়ে হেঁটে, মালবাহী লরি ও পিকআপভ্যান চেপে ঢাকায় ফিরছেন। গাদাগাদি করে গ্রাম থেকে ঢাকামুখী এসব মানুষের ফেরা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। বিষয়টি করোনা ঝুঁকি বাড়াবে এবং তা অমানবিক বলছেন আইনজ্ঞরা।

[৩] সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, শ্রমিকদের আসার জন্য পরিবহনের ব্যবস্থা করা উচিৎ ছিল। বিষয়টি অবশ্যই অব্যবস্থাপনা। যেখানে দোকানে কিছু কিনতে হলে আমাদের দূরত্ব বজায় রেখে দাড়াতে হয়, সেখানে এরকম গাদাগাদি করে আসা কোনভাবেই উচিৎ না।

[৪] সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, সরকার চলছে একদিকে আর গার্মেন্টস মালিকরা অন্যদিকে। সরকার ছুটি বাড়িয়েছে, মালিকরা শ্রমিকদের আসতে বাধ্য করছে, এটাতো দ্বৈত নীতি। এটা খুবই দুর্ভাগ্যজনক, অমানবিক। এতে করে দেশকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হচ্ছে। এখানে সরকারের গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সিদ্ধান্ত জানানো দরকার।

[৫] অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, লোকজনকে দূর দূরান্ত থেকে হেঁটে আসতে হচ্ছে। বিষয়টি খুবই অমানবিক। এটি মানবাধিকারের চরম লংঘন। শ্রমিকদের বলা হচ্ছে, না আসলে চাকরি থাকবে না। সরকারের এখানে হস্তক্ষেপ করা দরকার। যাতে কারো চাকরির সমস্যা না হয়।সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়