শিরোনাম
◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও) ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনা পরিহার করে বরং নিজেকে গড়ে তুলুন

আহসান হাবিব : ইসলামিক আইনের বিরোধী কৌশল প্রয়োগের আরেকটি উদাহরণ হলো সবসময় অন্যের সমালোচনা করা। যে মানুষটি অন্যের সমালোচনা করতে অভ্যস্ত সে সবসময় নিজেকে দোষমুক্ত প্রমান করতে চায় এবং অন্যের কোনো কৃতিত্ব মেনে নিতে পারেনা।
হয়তো একজন মানুষের নিজেরই অনেক ঘাটতি রয়েছে অথচ সে সবসময় অন্যের ঘাটতি নিয়েই গবেষণা করে যায়। এমনও পরিস্থিতি হয়ে যায় যে, সে হয়তো অন্যের সমালোচনা করে কিংবা অন্যকে হেয় করেই অনেক বেশী সন্তুষ্টি ও সুখ খুঁজে পায়।
কিন্তু সমালোচনা করে একজন ব্যক্তি যে সুখ পায়, অন্য কারও প্রশংসা করতেও কি সে একই ধরনের স্বস্তি পায়?

ইসলাম মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিছু গুন অর্জনের কথা বলেছে। যেমন বিশ্বাস, সততা, ধর্ম অনুশীলন, করুণা, আত্মত্যাগ, আনুগত্য, চেষ্টা করা এবং অন্যকে সহযোগিতা করা। যে মানুষটির ভেতর এই গুনগুলো রয়েছে, তিনি নি:সন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য।

আবার ইসলাম কিছু দোষ এবং পাপের কথাও বলে দিয়েছে। যেমন: ভন্ডামি, অবিশ্বাস, ভুল করা, কারও উপর জুলুম করা, অতিরিক্ত রাগ করা, সীমানা অতিক্রম করা, শারীরিকভাবে অন্যায্য কামনায় লিপ্ত হওয়া। এসব বৈশিষ্ট্য যার মধ্যে আছে ইসলাম তাকে পরিত্যাগ করতে বলেছে।

তাই ব্যক্তিগত আবেগ অনুভুতির দোহাই দিয়ে অন্যের প্রশংসা বা সমালোচনা করার সুযোগ নেই। কারণ কোন বৈশিষ্ট্যের কারণে প্রশংসা করা যাবে আর কোন বৈশিষ্ট্যের কারণে এড়িয়ে চলতে হবে- কুরআন ও সুন্নাহ সেই মানদন্ড নির্ধারন করে দিয়েছে।
এরপরও কিছু লোককে পাওয়া যায়, যারা অন্যকে সমালোচনা করার মাঝেই যাবতীয় সুখ খুঁজে পায়। এমনকি তারা এমন লোককেও সমালোচনা করতে ছাড়েনা, যারা তাদের জ্ঞান-গরিমার জন্য সুপরিচিত। এই ধরণের ব্যক্তিরা ইসলামিক কাজে সম্পৃক্ত এমন অনেকেরও সমালোচনা করেন। ইসলামের এই খাদেমদের সামান্য ব্যক্তিগত দুর্বলতাগুলোকেও ঐ সমালোচকরা অনেক বড় করে প্রচার ও প্রকাশ করেন। এরা শুধু মানুষের দোষত্রূটি খুঁজে বেড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়