অলক কুমার দাস : [২] সখীপুর মুজিব কলেজে আইসোলেশন ওয়ার্ডে থাকা ওই ব্যক্তির বাড়ি উপজেলার হতেয়া গ্রামে।
[৩] শুক্রবার বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস ছোবহান জানান, আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
[৪] ওই ব্যক্তি গাজীপুরে একটি কারখানায় চাকরি করতেন। গত মঙ্গলবার রাতে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। পরদিন সকালে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাকে আইসোলেশনে পাঠানো হয়।
[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ‘জ্বর বমি ও পাতলা পায়খানা হলেই যে করোনাভাইরাসে আক্রান্ত এটা নিশ্চিত নয়। সাধারণ জ্বরেও বমি পাতলা পায়খানা হতে পারে।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব