শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু : ইতালিতে ১৩ হাজার ছাড়িয়েছে, যুক্তরাষ্ট্রে ৪,৫২৮

ডেস্ক রিপোর্ট : [১] মৃত্যুপুরি ইতালিতে স্বজনহারা মানুষের কান্না আর প্রার্থনা থামাতে পারছে না করোনার ছোবলে মৃত্যুর সংখা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার একশ ৫৫ জনে। এদিকে, যুক্তরাষ্ট্রে দুই লাখ ছাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৮ জনে। সূত্র: ওয়াল্ড মিটার্স।

[৩]করোনাভাইরাস সংক্রমণে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৪ হাজার ৭৮২ জনের মধ্যে। এ নিয়ে দেশটিতে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১০ হাজার ৫৭৪। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৪৭ জন। এ তথ্য দিয়েছে করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা যাওয়াদের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (৩১ মার্চ) শ্রদ্ধা জানিয়েছে ইতালি। এ দিন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব সরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। একই সঙ্গে ইতালির প্রতিটি সেনানিবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শ্রদ্ধা জানানো হয়।

[৪]উৎপত্তিস্থল চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মরণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ। করোনা প্রতিহত করতে জনগণের রাস্তাঘাটে চলাচলসহ নানা বিধিনিয়ে আরোপ করেও কোভিট-১৯ এর প্রকোপ কমানো যাচ্ছে না ভূমধ্যসাগরীয় দেশটিতে।

[৫]সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৯০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। একই সময় দেশটিতে করোনাভাইরাসে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্কে। তালিকায় এর পরের অবস্থানে আছে নিউ জার্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়