শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় অকারণে বের হওয়া মানুষদের জরিমানা করতে শুরু করুন

আনিসুল হক : লকডাউন করেছি, স্কুল, কলেজ, অফিস, আদালত, বাস, ট্রেন, লঞ্চ, দোকানপাট, অনেক কারখানা বন্ধ। ইকোনোমিক অ্যাক্টিভিটিজ বন্ধ। আমাদের অর্থনীতির বিশাল ক্ষতি। ইকোনোমিক অ্যাক্টিভিটিজ বন্ধ করে সামাজিক অ্যাক্টিভিটিজ খোলা রাখা দুই দিক থেকে ক্ষতিকর। অর্থনীতির মন্দাও বরণ করতে হবে, অন্যদিকে যে আশায় এটা করা হলো করোনা সামাল দেওয়া যাবে, তাও হচ্ছে না। মানুষ কোনো কারণ ছাড়াই রাস্তায় যাচ্ছে, আড্ডা দিচ্ছে। লাইন ধরে গাদাগাদি করে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সরকারের প্রতি আবেদন, সব কিছু যখন বন্ধ করেছেনই সামাজিক অ্যাক্টিভিটজ জোর করেই বন্ধ করুন। কিছ্ ুকরার নেই। আত্মঘাতী বাঙালির ঘি সোজা আঙুলে কেউ কোনোদিন তুলতে পারেনি। আজও পারবে না। আঙুল বাঁকাই করুন। ফর আওয়ার গ্রেটার সেফটি অ্যান্ড সিকিউরিট। আগামী দুই সপ্তাহ খুব ভয়ের। হিসাবমতো এপ্রিলের ৭ থেকে করোনা বিস্ফোরণ শুরু হওয়ার আশঙ্কা। রাস্তায় অকারণে বের হওয়া মানুষদের জরিমানা করতে শুরু করুন। অর্জিত অর্থ গরিব মানুষের মধ্যে বিলি করে দিন।
২. আমার মনে হচ্ছে আমি সেই সৌভাগ্যের বরপুত্র, সবার আগে করোনাভাইরাস যাকে ধরে হালকা জ্বরের উপর দিয়ে সপ্তাহ তিনেক আগে বয়ে চলে গেছে। বন্ধুরা তোমরা যারা আমাকে স্পর্শ করেছিলে তাদের ভয় নেই। সে আজ থেকে কুড়ি বাইশ দিন আগের কথা। আমার করোনা তোমাদের শঙ্কামুক্ত করে দিয়ে নীরব প্রেমের মতো চলে গেছে, তোমরা জানতেও পারোনি। এখন ভয় তাদের, যারা তোমাদের স্পর্শ করেছিলো। আমি তো তাদের দায়িত্ব নিতে পারবো না, স্রষ্টা আমাকে এতো ক্ষমতা দেননি। আমি ইমিউন হয়ে গেছি, এই হলো আমার বিশ্বাস। কিন্তু মীরজাদী যেহেতু আমাকে টেস্ট করবেন না, সাবধানতার অংশ হিসেবে আমি তোমাদের সবার স্পর্শ থেকে দূরেই থাকছি। ভয় নেই। তোমরাও সবার স্পর্শ থেকে দূরে থাকো, সাবধানে থাকো, আর মাঝে মধ্যে হাত ধোয়ার সময় ‘শুধু তোমার বাণী নয় গো’ গানটা ‘পরশখানি দিও’ পর্যন্ত সুর দিয়ে গেয়ো। আমি স্টপ ওয়াচে দেখেছি, টেনে গাইলে গলায় সুর না থাকা সত্ত্বেও তা কুড়ি সেকেন্ড পার করে দেয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়