শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে প্রায় ৫ শতাদিক পরিবারের মাঝে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরন

মোঃ রাসেল হোসেন :[২] করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রাম সহ আশ পাশের গ্রামের প্রায় ৫ শতাদিক পরিবারের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া দিপু।

[৩] গত শুক্রবার(২৭ মার্চ) বিকেল থেকে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেন মঙ্গলবার বিকেল পর্যন্ত এ কার্যক্রম চালু রয়েছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৫ শতাদিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন।খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে,৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ,১ কেজি আলু,১ কেজি লবণ,১ কেজি সয়াবিন তৈল সহ এক কেজি বিস্কুট বিতরণ করেন।

[৪] ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া দিপু জানান, সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন পড়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি ।

[৫] এর আগে তিনি কালামপুর এলাকার সাধারণ মানুষের মাঝে শুকনো খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালনা করেন । এ সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট, হ্যান্ড সেনিটাইজার,মাস্ক ও হ্যান্ড গ্লাফস বিতরণ করেন।

সরকারের পাশাপাশি স্থানীয় বৃত্তবান মানুষদের কর্মহীনদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া দিপু ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়