শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ি ফেরার পথে থাকা শ্রমিকদের আটকাতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিলো ভারতের সুপ্রিম কোর্ট

ইয়াসিন আরাফাত : [২] মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত ব্যবস্থা করা নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, ভাইরাসের থেকে আতঙ্ক বেশি প্রাণঘাতি।নির্দেশ আরও বলা হয় করোনা ভাইরাস লকডাউনের কারণে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে, পাশাপাশি তাদের খাবার, ওষুধ, এবং সমস্ত ধর্মের নেতাদের মতামত দিতে হবে কেন্দ্রকে। এনডিটিভি, এই সময়, জি নিউজ

[৩] এদিন কেন্দ্রীয় সরকার জানায়, রাজ্যজুড়ে প্রায় ৬ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য ২১,০০০ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, দেশের প্রায় ২৩ লক্ষ জায়গার গরীব মানুষকে খাবার বিলি করা হয়েছে।

[৪] মঙ্গলবার একদিনে ভারতের মুম্বাইয়ে করনো ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে, ফলে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০০ এর বেশি।আক্রান্তদের মধ্যে ৪০ জনকে সুস্থ করে তোলা হয়েছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে। গত তিনদিনে দেশটির বেসরকারি পরীক্ষাগারগুলো তাদের রিপোর্ট প্রকাশ করায় সংখ্যাটা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে।

[৫] মঙ্গলবার মহারাষ্ট্রের সরকারি কর্মীদের বেতন কমানোর ঘোষণা করা হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বেতন কমবে ৬ শতাংশ। তবে জরুরি পরিষেবারর সঙ্গে যুক্তদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

[৬] এদিকে বেশ কয়েকদিন ধরেই খাবার, পানীয় জল পাচ্ছেন না গোয়ার বাসিন্দারা, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, মুদি-সামগ্রি পৌঁছে দেয়ার জন্য পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গোখাদ্য নিয়েও সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়