আক্তারুজ্জামান : [২] করোনাভাইরাসের সময়গুলোতে একঘেয়েমি দিন কাটছে সবার। বিশেষ করে ক্রীড়াঙ্গন একেবারে থমকে আছে। খেলোয়াড়দের সময়গুলো যেনো আরও একঘেয়েমি হচ্ছে। নিজেদের সময়গুলো একটু আনন্দময় করার জন্য অনেকেই অনেক কিছু করছেন। তেমনভাবে মজা করতে দেখা গেলো জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে।
[৩] নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বিজয়। সেখানে দেখা যাচ্ছে এক ছেলের সঙ্গে ঘরে নাচছেন বিজয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে ‘বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’ গানটি। যে গানটি ইতোমধ্যে বিশ্বব্যপাী ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া গানটিতে মজেছেন বিজয় নিজেও।
বিজয়ের বড় লোকের বেটি লো গানে নাচের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
[৪] অন্যদিকে এরকম মজা করেছেন বিভিন্ন ক্রিকেটার ও ফুটবলার। কোহলি সময় কাটাচ্ছেন আনুশকার সঙ্গে, মোহাম্মদ হাফিজ বউয়ের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, বাটলার স্ত্রীর সঙ্গে নতুন অনুশীলন শিখছেন। এভাবে বিভিন্নজন বিভিন্নভাবে নিজেদের ঘরে থাকা সময়টা পার করছেন।