শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরের ভবন থেকে করোনা সন্দেহভাজন প্রবাসীরা পালিয়েছে

নয়া দিগন্ত : [২] রাজধানীর মোহাম্মদপুরের যে ৫৪টি ভবনকে রেড মার্ক করা হয়েছিল। সে ভবনগুলোতে থাকা করোনা সন্দেহভাজন প্রবাসীর অধিকাংশ লাপাত্তা হয়েছেন। পার্সপোর্টে থাকা স্থায়ী ও অস্থায়ী কোন ঠিকানাতেই তারা নেই। এমন তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানা পুলিশ।

এতে ওই ভবনগুলোয় বসবাসকারীদের চলাচল স্বাভাবিক করে দিয়েছে পুলিশ।

[৩] সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি আব্দুল লতিফ সন্ধ্যায় বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে একটি লিস্ট পাঠানো হয়েছিল। সে লিস্ট অনুযায়ী মোহাম্মদপুরের ৫৪টি ভবনকে আমরা রেড মার্ক করেছি।

[৪] ভবনগুলোতে বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী ছিল। যারা সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে এসেছেন। তাছাড়াও কারো কারো আবার করোনাভাইরাসের উপসর্গ ছিল।

[৫] মোহাম্মাদপুর থানা পুলিশের এই ওসি বলেন, আমরা ভবনগুলো নজরদারিতে রেখেছিলাম। তবে খোঁজ নিয়ে দেখেছি, যারা প্রবাসী ছিলেন তারা এই ঠিকানায় আর নেই। তারা সম্প্রতি সময়েই ঠিকানা পরিবর্তন করেছেন। পাসপোর্ট এর তথ্য অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী কোন ঠিকানাতেই তাদের পাওয়া যায়নি। আবার বেশ কয়েকজনকে এই ভবনগুলোতে পাওয়া গেছে।

[৬] ওসি আরো বলেন, যারা ভবনগুলোতে অবস্থান করছে তারা পুলিশের দেওয়া নির্দেশনা গুলো মেনে চলছেন। যারা ঠিকানা পরিবর্তন করেছেন আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে তারা যেখানেই থাকুক না কেন, সেখানকার থানাতে পাসপোর্ট নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

[৭] ভবনগুলো মোহাম্মদপুর এলাকায় অবস্থিত কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যানসহ এই এলাকাগুলোতে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়