শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় যখন বাবা-ছেলের মধ্যে দেয়াল! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : [২] বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের ৬ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অধিকাংশ দেশেই ঘোষণা করা হয়েছে লকডাউন। রাইজিংবিডি

[৩] পরিস্থিতির ভয়াবহতা এতোটাই তীব্র যে অনেক দেশের সরকার প্রধান একে ‘যুদ্ধক্ষেত্রের’ সঙ্গে তুলনা করেছেন। আর এই পরিস্থিতিতে লড়াকু সৈনিকের ভূমিকায় নেমেছেন চিকিৎসকরা। স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক বিপদ মাথায় নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সন্তান কিংবা পরিবারের সদস্যদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হচ্ছে তাদের। তেমনই এক বেদনাময় মুহূর্তের ভিডিও টুইটারে পোস্ট করেছেন শিভন নামের এক ব্যবহারকারী।

[৪] গত ২৭ মার্চ ভিডিওটি পোস্ট করে শিভন লিখেছেন, ‘এক সৌদি চিকিৎসক বাড়ি ফিরে তার সন্তানকে দূর থেকে থামিয়ে দিচ্ছেন যাতে সে আলিঙ্গন না করে ফেলে। সেই সঙ্গে ছেলেকে বলছেন, দূরে থাকতে। এরপরই কান্নায় ভেঙে পড়েন ওই চিকিৎসক’।

[৫] ভিডিওতে চিকিৎসককে হাসপাতালের ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। গলার কাছে নামানো সার্জিক্যাল মাস্ক। বাবাকে দেখতেই তাকে জড়িয়ে ধরতে দুই হাত তুলে ছেলে ছুটে যায়। কিন্তু করোনার বিপদ যেন সন্তানকে স্পর্শ করতে না পারে সেজন্য ইশারায় তাকে দূরে সরিয়ে দেন ওই চিকিৎসক। এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়