আসিফুজ্জামান পৃথিল : [২] এয়ারওয়েজটির প্রধান নির্বাহী আবুবকর আল-বাকের রয়টার্সকে বলেছেন, নগদ অর্থ না পেলে তাদের উড্ডয়ন বন্ধও হয়ে যেতে পারে। রয়টার্স, জাকার্তাপোস্ট।
[৩] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অনেক এয়ারলাইনই ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমান সংস্থাগুলোকে রক্ষায় ৫০০ কোটি ডলার দানের প্রতিশ্রুতি দিয়েছে।
[৫] অল্প কিছু এয়ারলাইন বর্তশান সময়ে অপারেশন অব্যাহত রেখেছে। তার একটি কাতার। আগামী ২ সপ্তাহে তাদের আরও ১৮০০ ফ্লাইট অপারেট করার কথা রয়েছে।
[৬] বাকের বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন দেশের সরকারের অনেক অনুরোধ পাচ্ছি। আমরা উদ্ধারকাজ বন্ধ করতে চাইনা।’
[৭] কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন ক্যারিয়ারটি ইউরোপ, এশিয়া ও অস্বেট্রলিয়া থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের বহন করছে। বহু দেশ সীমানা বন্ধ করে দেবার পর কাতার এয়ারওয়েজই এখন একমাত্র বিকল্প।