শিরোনাম
◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বলিউডের ২৫ হাজার দিনমজুরের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সালমান খান

জেরিন আহমেদ: [২] করোনার আতঙ্কে পুরো দেশ যখন লকডেউন ঠিক তখনই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের কথা বিশেষভাবে ভাবিয়ে তুলেছে ‘ভাইজান’কে। আর তাই এই লকডাউনের সময়ে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’।

[৩] ২১ দিনের লকডাউনের কারণে অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদন শিল্পেও যে বড়সড় আর্থিক ধস নামতে চলেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সবচাইতে ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। যারা সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সেসমস্ত স্পটবয়, সেটের দিনমজুরদের সমস্যার কথা চিন্তা করে এগিয়ে এসেছেন সালমান খান।

[৪] কঠিন পরিস্থিতিতে সবাই নিজেদের খাদ্যসংস্থানের কথাই ভাবছেন। যারা দিন এনে দিন খায়, তারা কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত। কারও বাড়িতে চাল-ডাল নেই, আবার কারও বা ফুরিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিস। তাদের কথা মাথায় রেখে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

[৫] এটাই প্রথম নয়। সালমান যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে একাধিকবার ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন, সেকথা সবাই জানেন। সালমানের ‘বিং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, ওষুধপাতির দায়িত্ব নিয়েছে।

[৬] এবার করোনার জেরে আবারও তিনি প্রমাণ করে দিলেন, কেন তিনি বলিউডের ‘ভাইজান’। কারণ একাই ২৫ হাজার জনের দায়িত্ব নেওয়া চাট্টেখানি কথা নয়। ইন্ডাস্ট্রির এক সদস্যের কথায়, ‘ভাইজানকে যে সবরকম আপদে-বিপদে পেয়েছি আমরা, সেকথা সবারই জানা। আলাদা করে আর কী বলব?’ সালমান খানের এই মানবিক উদ্যোগে ধন্য ধন্য করছেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়