শিরোনাম
◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ২০ টাকায় আরএফএল’র বিশেষ মাস্ক (ভিডিও)

নিউজ ডেস্ক : [২] বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল বাজারে নিয়ে আসছে বিশেষ এক ধরনের মাস্ক (ফেস শিল্ড)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী তৈরিকৃত এই মাস্ক খুবই স্বাস্থ্যকর বলে জানিয়েছেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। জাগো নিউজ

[৩] বিশেষভাবে তৈরি এই মাস্ক পুরো মুখমণ্ডল ঢেকে রাখে। প্লাস্টিকের তৈরি খুবই পাতলা এবং স্বচ্ছ একটি পাতার সঙ্গে রাবার দিয়ে মাস্কটি তৈরি করা হয়েছে।

[৪] আর এন পাল বলেন, ‘মাত্র ২০ টাকায় (উৎপাদন খরচ) এই মাস্কটি আগামীকাল থেকে বাজারে পাওয়া যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই মাস্ক একবার ব্যবহার করাই ভালো। তবে কেউ যদি দ্বিতীয়বার ব্যবহার করতে চান তাহলে প্রয়োজনীয় উপকরণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।’ বরিশাল টাইম

[৫] তিনি বলেন, ‘এই মাস্ক মুখের সঙ্গে চোখকে ভাইরাস থেকে রক্ষা করবে। উপরের এবং নিচে খোলা থাকায় এটি শ্বাস-প্রশ্বাস এবং বাতাস চলাচলের ক্ষেত্রে খুব আরামদায়ক।’

[৬] আর এন পাল বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যা মানুষের উপকারে আসবে বলে বিশ্বাস করি।’ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মাস্ক তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়