রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা মানুষদের সেবায় পাশে দাঁড়িয়েছে সিএমপির প্রতিটি থানার পুলিশ সদস্যরা ।মানুষের জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধ এবং গণপরিবহন বন্ধ থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও করছে।
[৩] সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে গৃহীত নানা উদ্যোগের মধ্যে আরেকটি হল "ডোর টু ডোর" ভ্রাম্যমান দোকান। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন, পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া, পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান, খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, জরুরি প্রয়োজনে চাইলে পুলিশের হটলাইন নম্বরে (০১৪০০০৪০০৪০০) ফোন করে সহযোগিতা নিতে পারেন।
[৪] হেল্পলাইনে ফোন পেয়ে পতেঙ্গা মাইজপাড়া এলাকার এক বৃদ্ধাকে ওষুধ ও চাল, পতেঙ্গা এলাকায় গরীব কিছু মানুষকে পুলিশের পক্ষ থেকে পাঁচ কেজি করে চাল প্রদান করা হয়েছে বলে জানান ওসি উৎপল বড়ুয়া। বৃহস্পতিবার কোতোয়ালী থানা পুলিশ এক নারীসহ দুইজনকে তাদের বাসায় বাজার ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন বলে জানান ওসি মোহাম্মদ মহসীন। পাঁচলাইশ থানার পুলিশ সদস্যরা বৃহস্পতিবার এক রোগীকে নিজেদের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছে দেন বলে জানান ওসি আবুল কাশেম ভূঁইয়া।
[৫] এছাড়া বিভিন্ন থানার পুলিশ সদস্যরা প্রবাসী ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে তাদের ঠিকানায় গিয়ে সিএমপি কমিশনারের উপহার পৌঁছে দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় ছিটানো হয়েছে জীবাণুনাশক।
[৬] সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুলিশ মাঠে কাজ করছে। মানুষকে বাসায় থাকতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় যারা এ নির্দেশনা মেনে চলছেন তাদের পাশে পুলিশ রয়েছে। যারা এ নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ