শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বাবাকে ঝাড়ুপেটার প্রতিবাদ করায় রোজাদার বোনকে মারধর করলেন ভাই

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : [২] মাদারীপুরের কালকিনিতে বৃদ্ধ বাবাকে ঝাড়ুপেটার প্রতিবাদ করায় আকলিমা বেগম(৩৫) নামে এক রোজা মানতকারী মেয়েকে বেদম মারধর করেছে আপন ভাই। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনায় তিনটি রোজা পালন করে আসছিলেন মারধরের স্বীকার আকলিমা বেগম। আজ শনিবার সকালে এ হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।

[৪] ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের আলমগীর মাষ্টারের ছেলে কাজী নজরুল মাতাল হয়ে নিজের বসত বাড়ি ভাংচুর চালায়। এ সময় তাকে বাঁধা দিলে নজরুল তার বাবা আলমগীরকে ঝাড়ুপেটা করে। পরে এ বিষয়টি আলমগীরের রোজাদার মেয়ে আকলিমা প্রতিবাদ করায় নজরুল তাকেও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় কালকিনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

[৫] আহত আকলিমা বেগম বলেন, এই দূর্যোগে দেশবাসীর জন্য দোয়া কামনায় আমি রোজা পালন করে আসছিলাম। আমার বাবাকে কি কারনে ঝাড়ুপেটা করা হয়েছে আমি শুধু আমার ভাই নজরুলকে জিজ্ঞেস করেছি। তাতে ও ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেছে। আমার ভাই এ রকম মাঝে-মাঝে মাতাল হয়ে বাবার গায়ে হাত তোলে।

[৬] এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কাজী নজরুল ঘটনা অস্বীকার করে বলেন, আমি আকলিমাকে মারধর করিনি। আমাকে আকলিমা মারধর করেছে।

[৭] এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়