শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার বায়ুদূষণ ‘সহনীয়’ পর্যায়ে

ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও এই ছুটির আওতাধীন থাকবে। পাশাপাশি গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকার বায়ুদূষণ নেমে এসেছে ‘সহনীয়’ পর্যায়ে। বাংলা নিউজ

[৩] শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটায় দেখা যায়, ‘এয়ার পলিউশন: রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স’-এ ঢাকার বায়ুদূষণের মাত্রা ৯৩-তে নেমে আসতে দেখা যায়।

[৪] বিশেষজ্ঞদের মতে, অন্য সময়ে ঢাকা বায়ুদূষণের মাত্রা ২৫০ থেকে ৩০০ পর্যন্ত থাকে। তবে গত সোমবার ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ১৯৫। পরের দিন মঙ্গলবার ছিল ১৫৭। গতকাল বৃহস্পতিবারও ছিল বায়ু দূষণের মাত্রা ১৫৭। ঢাকার বায়ু দূষণের পরিমাণ আরও কমবে বলেই মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা।

[৫] পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক সচিব প্রকৌশলী আব্দুস সোবহান ঢাকার বায়ুদূষণ সম্পর্কে  বলেন, যেসব উৎস থেকে বায়ুদূষণ হতো যেমন সরকারি-বেসরকারি বিভিন্ন ছোট-বড় প্রজেক্ট, যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়া বর্তমানে সেগুলো বন্ধ। সে কারণেই বায়ু দূষণের মাত্রা ৯৩-তে এসেছে। এ থেকে আমরা শিক্ষা পাই যে, আমরা যদি যথাযথ নিয়ম মেনে পরিবেশের দিকে লক্ষ রেখে কাজ করি তাহলে আমাদের বায়ুর মান ২৫০ থেকে ৩০০ পর্যন্ত যাবে না। সুতরাং যারা বায়ুদূষণের সঙ্গে জড়িত এবং পরিবেশ অধিদপ্তরের যারা তাদের মনিটরিং করবে, উভয়েই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে ঢাকার বায়ু স্বাস্থ্যকর থাকবে।

[৬] পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জিয়াউল হক বলেন, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে বায়ুদূষণ কমানো সম্ভব নয়। শুধুমাত্র আমাদের লোকাল পলিউশন নয় এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত রয়েছে। যেমন- বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, অন্য স্থানের দূষণ হলেও তার প্রভাব ঢাকাতে হতে পারে। বায়ুদূষণের মূল কারণগুলো সরকারের অন্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কমানো গেলে ঢাকার বায়ু মোটামুটি স্বাস্থ্যকর রাখা সম্ভব।

[৭] আন্তর্জাতিক মান অনুসারে বায়ুর মান শূন্য থেকে ৫০ থাকা মানে বায়ু স্বাস্থ্যকর। ৫০ থেকে ১০০ হচ্ছে সহনীয় অবস্থা। ১০০ থেকে ১৫০ সংবেদনশীল, ১৫০ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০০ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, ৩০০ থেকে ৫০০ হচ্ছে বিপদজনক অবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়