শিরোনাম
◈ ঢাকায় পা রাখলেন তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাইকে মাস্ক দিয়েছেন,সবাইকে মাস্ক পড়তে বলেছেন? তো পেটাচ্ছেন কেন?

গোলাম মোর্তজার ফেসবুক থেকে : ভ্যান চালক-রিকশা চালক দিনমজুরদের পেটাচ্ছেন, মাস্ক না পড়ার জন্যে পেটাচ্ছেন।কান ধরে উঠ-বস করিয়ে অপমান,অসম্মান করছেন। কেন, এরা গরীব সেকারণে? ১৯৭১ সালে এদের বাপ-চাচাদের রক্তেই এদেশ স্বাধীন হয়েছিল। কোন আইনে এদের অপমান করছেন, পেটাচ্ছেন? কোনো আইন অনুযায়ী নয়,বেআইনিভাবে পেটাচ্ছেন। সবাইকে মাস্ক দিয়েছেন,সবাইকে মাস্ক পড়তে বলেছেন? তো পেটাচ্ছেন কেন?

‘গুজব’ কী? এই যে বেআইনিভাবে মানুষকে পিটিয়ে সমাজে অস্থিরতা তৈরি করছেন,বিভ্রান্তি ছড়াচ্ছেন -এটাই ‘গুজব’।
আগের দিন উদ্ভট নোটিশ ইস্যু করে পরের দিন প্রত্যাহার করছেন।ডাক্তারদের বিষয়ে অভিযোগ করতে বলছেন,পুলিশের কাছে।এতে ডাক্তাররা আতঙ্কিত হচ্ছেন।এটাই ‘গুজব’।
ডাক্তারদের পিপিই পড়ছেন ইউএনওরা।তা নিয়ে ফেসবুকে লিখলে শিক্ষকদের বরখাস্ত করছেন।এর মাধ্যমে সমাজে অনায্যতা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন।এটাই ‘গুজব’।

দেশের কোনো গণমাধ্যম করোনা ইস্যুতে গুজব ছড়ায়নি।সত্য জানানোর চেষ্টা করেছে।অথচ টেলিভিশন পর্যবেক্ষণ করাতে চাইলেন উপ সচিবদের দিয়ে।তারা জানেন কোনটা গুজব আর কোনটা গুজব না? আপনারা-তারা মিলে গুজব তৈরি করছেন।আর যারা গুজবের বিপরীতে সত্য প্রচার করছে তাদের পর্যবেক্ষণে কমিটি করছেন।যারা সমাজে বিভ্রান্তি-গুজব ছড়ায়,তাদেরকে দিয়েই গুজব ঠেকানোর কমিটি করছেন,প্রত্যাহার করছেন।

পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন!
১ লাখ ৭০ হাজার কোটি রুপির করোনা তহবিল করেছেন নরেন্দ্র মোদী।করোনা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত ডাক্তার-নার্স-কর্মীদের এক একজনের জন্যে ৫০ লাখ রুপির বীমার ব্যবস্থা করা হয়েছে।গরীব মানুষ ৩ রুপি কেজি চাল ২ রুপি কেজি গম পাবে।৮০ কোটি মানুষ এতে উপকৃত হবে।কৃষক,গরীব মানুষ,স্বল্প আয়ের চাকরিজীবীরা সরাসরি সহায়তা পাবে।
আর আপনারা গুজব নিয়ে কমিটি করছেন,গরীব মানুষদের পেটাচ্ছেন।ডাক্তারদের পিপিই নিজেরা নিয়ে,পুলিশ দিয়ে ডাক্তারদের শায়েস্তা করতে চাইছেন।

হযবরল অবস্থা।১৬ কোটি মানুষের দেশ।আক্রান্ত দেশ থেকে কয়েক লাখ প্রবাসী দেশে এসেছেন।কে আক্রান্ত কে আক্রান্ত না,জানা-বোঝার উপায় নেই। এ পর্যন্ত ৯০০ জনকে পরীক্ষা করে সংখ্যা নির্ধারণ করছি।কোরিয়া প্রতিদিন পরীক্ষা করেছে ২০ হাজারের বেশি।জার্মানি গত ৭ দিনে পরীক্ষা করেছে ৫ লাখের অধিক। দেশে আগে পরীক্ষার জায়গা ছিল একটি,এখন দুটি বা তিনটি।আরও ৮ বা ১০ টি হবে।তা দিয়ে ১৬ কোটি মানুষের দেশে কতজনকে পরীক্ষা করা সম্ভব? এখনও আমরা ‘হবে’ ‘নির্দেশ’ দেওয়া হয়েছে পর্যায়ে আছি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়