ইবি প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রকোপের ফলে সারা পৃথিবী যখন স্থবির হয়ে পড়ছে৷ সেখানে আমাদের বাংলাদেশও থমকে দাঁড়িয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে পড়েছে বাঁধা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে, বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
কবে নাগাদ খুলবে প্রিয় বিদ্যাপিঠ! এসব ভাবনায় প্রতিনিয়ত নাড়া দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে। ঠিক সেসময়ে এসব দুশ্চিন্তা থেকে বেড়িয়ে আহবান জানিয়ে পাঠদানে মনোনিবেশ করতে এবং ক্লাসের পড়াশোনা নিয়ে যাতে কোন ধরণের বেগ পেতে না হয় সেজন্য শিক্ষার্থীদেরকে অনলাইনে নিয়মিত পাঠদান দিয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি মোকাবিলার লক্ষ্যে গত ২১ মার্চ থেকে দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইনের মাধ্যমে নিয়মিত পাঠদান পরিচালনা করে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে মুনজিলুর রহমান নামের মাস্টার্সের একজন শিক্ষার্থী জানান, করোনা ভাইরাস কারণে আমাদের ক্যাম্পাস যখন বন্ধ হয়ে গেল তখন খুব কষ্ট অনুভব করেছিলাম বিশেষ করে ক্লাস পরীক্ষার জন্য, কিন্তু স্যারের আন্তরিকতায় আমরা অনলাইনে ক্লাস করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। অনলাইনে ক্লাস করার পরে আমার কাছে মনেই হচ্ছেনা আমরা একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করছি।
উল্লেখ্য, সোমবার (২৩ মার্চ) করোনা ভাইরাসের প্রকোপের কারণে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়েসমূহে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।