শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সচেতনতায় রোবাস্ট পেট্রোলিং করেছে পুলিশ-র‌্যাব ও সশস্ত্র বাহিনী

সুজন কৈরী : [২] বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক এ পেট্রোলিং করা হয়েছে।

[৩] ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয় থেকে শুরু হওয়া যৌথ টহল শ্যামলী, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল ও শেরেবাংলা নগর হয়ে আবারো তেজগাঁওয়ের ডিসি অফিসে গিয়ে শেষ হয়।

[৪] শুক্রবার সাড়ে তিনটায় শুরু হওয়া এ পেট্রোল চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পুলিশ-র‌্যাব ও সশস্ত্র বাহিনীর সদস্যরা মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানান। ঘরে থাকুন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুনসহ বিভিন্ন সচেতনতামূলক কথা মাইকে বলা হয়। 

[৫] ডিএমপির পক্ষ থেকে টহলের নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের ডিসি, র‌্যাবের নেতৃত্বে ছিলেন র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেন মেজর বেলাল।

[৬] পেট্রোলিং শেষে ডিসি বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যৌথ টহলের আয়োজন করা হয়। এ সময় মানুষকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত হয়ে ঘরে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার আহŸান জানানো হয়েছে।

[৭] সাংবাদিকদের এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা প্রধান সড়কগুলো ক্লিয়ার রাখতে পারলেও গলিগুলোতে মানুষ ঠিকভাবে মানতে চাচ্ছে না। সেখানে আমরা তাদেরকে বলার চেষ্টা করছি আপনারা ঘরে থাকুন। আমরা এখনও বল প্রয়োগ করিনি। চেষ্টা করছি ভালোভাবে বলে যাতে এটা মানতে বাধ্য করাতে পারি।

[৮] প্রবাসীরা হোমকোয়ারেন্টাইনে থাকছে কিনা সেটা নিশ্চিতে থানাগুলোতে তথ্য জমা দেওয়ার কথা ছিল। এটার সর্বশেষ অবস্থার বিষয়ে ডিসি বিপ্লব বিজয় বলেন, দেশের বাইরে থেকে যারা দেশে আসছেন, তাদের তথ্যটা ইমিগ্রেশন হয়ে পুলিশ সদরদপ্তর হয়ে আমাদের কাছে আসছে। সেই অনুযায়ী আমরা খোঁজ খবর রাখছি। অনেকে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়