শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সচেতনতায় রোবাস্ট পেট্রোলিং করেছে পুলিশ-র‌্যাব ও সশস্ত্র বাহিনী

সুজন কৈরী : [২] বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক এ পেট্রোলিং করা হয়েছে।

[৩] ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয় থেকে শুরু হওয়া যৌথ টহল শ্যামলী, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল ও শেরেবাংলা নগর হয়ে আবারো তেজগাঁওয়ের ডিসি অফিসে গিয়ে শেষ হয়।

[৪] শুক্রবার সাড়ে তিনটায় শুরু হওয়া এ পেট্রোল চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পুলিশ-র‌্যাব ও সশস্ত্র বাহিনীর সদস্যরা মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানান। ঘরে থাকুন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুনসহ বিভিন্ন সচেতনতামূলক কথা মাইকে বলা হয়। 

[৫] ডিএমপির পক্ষ থেকে টহলের নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের ডিসি, র‌্যাবের নেতৃত্বে ছিলেন র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেন মেজর বেলাল।

[৬] পেট্রোলিং শেষে ডিসি বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যৌথ টহলের আয়োজন করা হয়। এ সময় মানুষকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত হয়ে ঘরে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার আহŸান জানানো হয়েছে।

[৭] সাংবাদিকদের এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা প্রধান সড়কগুলো ক্লিয়ার রাখতে পারলেও গলিগুলোতে মানুষ ঠিকভাবে মানতে চাচ্ছে না। সেখানে আমরা তাদেরকে বলার চেষ্টা করছি আপনারা ঘরে থাকুন। আমরা এখনও বল প্রয়োগ করিনি। চেষ্টা করছি ভালোভাবে বলে যাতে এটা মানতে বাধ্য করাতে পারি।

[৮] প্রবাসীরা হোমকোয়ারেন্টাইনে থাকছে কিনা সেটা নিশ্চিতে থানাগুলোতে তথ্য জমা দেওয়ার কথা ছিল। এটার সর্বশেষ অবস্থার বিষয়ে ডিসি বিপ্লব বিজয় বলেন, দেশের বাইরে থেকে যারা দেশে আসছেন, তাদের তথ্যটা ইমিগ্রেশন হয়ে পুলিশ সদরদপ্তর হয়ে আমাদের কাছে আসছে। সেই অনুযায়ী আমরা খোঁজ খবর রাখছি। অনেকে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়